আজ চাঁদ দেখা গেলে কাল ঈদ : সৌদিতে সোমবার

স্টাফ রিপোর্টার: কত দ্রুতই না চলে গেল রহমত, বরকত, মাগফিরাত ও নাজাতের মাস পবিত্র রমজান। এক মাসব্যাপী সিয়াম সাধনার পর এখন ঈদের চাঁদ দেখার অপেক্ষায় সবাই। ঈদের চাঁদ মানে হিজরী সনের শাওয়াল মাসের চাঁদ দেখা। আজ রবিবার দেশের আকাশে নতুন চাঁদ দেখা গেলেই কাল সোমবার পয়লা শাওয়াল, পবিত্র ঈদুল ফিতর। এদিকে সৌদি আরবে গতকাল চাঁদ দেখা যায়নি। তাই আগামীকাল সোমবার সেখানে ঈদ উদযাপিত হবে।

শাওয়ালের চাঁদ দেখার খবর ঘোষণার পর চারদিকে ছড়িয়ে পড়বে খুশির আমেজ- ঈদ মোবারক! ঈদ মোবারক!! রেডিও-টিভিতে বেজে উঠবে ঈদের আনন্দ লহরী…‘ও মন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ…’। আজ ২৯ রমজান, রবিবার বাদ মাগরিব বায়তুল মোকাররম জাতীয় মসজিদে শাওয়ালের চাঁদ দেখার খবর পর্যালোচনা করতে বৈঠকে বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি। এ বৈঠকের পর আনুষ্ঠানিকভাবে ঈদের দিন তারিখ ঘোষণা দেওয়া হবে। যদি আজ চাঁদ দেখা না যায় তবে পবিত্র রমজান মাস ত্রিশ দিন পূর্ণ করে আগামী মঙ্গলবার সারাদেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। সেক্ষেত্রে সরকারি বেসরকারি ছুটি বেড়ে যাবে একদিন। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পৃথক বাণীতে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। এ ছাড়া জনগণকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন একাদশ জাতীয় সংসদের বিরোধী দল জাতীয় পার্টি, দেশের বিরোধী দল বিএনপি, বিকল্পধারাসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More