চুয়াডাঙ্গায় এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় বসছে ১৪ হাজার ৯৭ জন পরীক্ষার্থী 

আগামী ১৯ জুন সারা দেশে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু : প্রস্তুতিসভা

স্টাফ রিপোর্টার: আগামী ১৯ জুন সারা দেশে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে এবং আগামী ৬ জুলাই পরীক্ষা শেষ হবে। চুয়াডাঙ্গা জেলায় এসএসসি পরীক্ষার কেন্দ্র একটি বেড়ে ১৮টি করা হয়েছে। এ বছর চুয়াডাঙ্গা জেলা মোট ১৪ হাজার ৯৭ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করার কথা রয়েছে। এরমধ্যে এসএসসি পরীক্ষায় ১১ হাজার ২১৩ জন, এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় ১ হাজার ৮৬৩ জন এবং দাখিল পরীক্ষায় ১ হাজার ২১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করার কথা রয়েছে। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২০২১ সালে এসএসসি-সমমানের পরীক্ষার্থী ছিলো ১৪ হাজার ৫৪৫ জন। গতকাল সোমবার বিকেলে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রস্তুতিসভায় এ পরিসংখ্যান তুলে ধরা হয়। প্রস্তুতি সভার সভাপতি জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম জেলার সকল পরীক্ষার্থীর সাফল্য কামনা করে বলেছেন, পরীক্ষাসমূহ শুরু থেকে সম্পন্ন না হওয়া পর্যন্ত জেলার সকল কেন্দ্রের সকল সচিবসহ সংশ্লিষ্টদের আন্তরিক প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। আজকের শিক্ষার্থীরা আগামী দিনের ভবিষ্যত। এদের শিক্ষাগ্রহণে আন্তরিক করতে সুষ্ঠু সুন্দর পরিবেশে পরীক্ষা দেয়ার সুযোগ নিশ্চিত করতে হবে। পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা সংশ্লিষ্ট ছাড়া অনাকাক্সিক্ষত কোনো ব্যক্তি প্রবেশ করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। প্রতিটি কেন্দ্রের নির্দিষ্ট সীমানা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হবে। সকল ফটোকপি দোকান বন্ধ রাখতে হবে। পরীক্ষা কেন্দ্রে নির্দেশনা মোতাবেক নির্ধারিত সময়ের মধ্যে প্রবেশপত্র কলম পেন্সিল নিয়ে পরীক্ষার্থীরা নিজ নিজ কেন্দ্রে প্রবেশ করবে। কোন প্রকার মোবাইল বা এ ধরণের ডিভাইস সাথে রাখা যাবে না। পরীক্ষা শুরুর একদিন আগেই নিশ্চিত করতে হবে কেন্দ্রের প্রতিটি বেঞ্চ, আলো এবং বৈদ্যুতিন পাখা নিশ্চিত করতে হবে। পরীক্ষা চলাকালীন সময়ে যাতে নিরবচ্ছিন্ন বিদ্যুত সরবরাহ থাকে তাও সংশ্লিষ্ট বিভাগ আন্তরিকভাবে চেষ্টা চালাবেন।

জেলা প্রশাসক আমিনুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এসএসসি-সমমানের পরীক্ষার প্রস্তুতিমূলক সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু তারেক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শারমিন আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আরাফাত রহমান, সদর হাসপাতালের আরএমও ডা. এএসএম ফাতেহ আকরাম, সদর ইউএনও শামীম ভূইয়া, আলমডাঙ্গা ইউএনও রনি আলম নূর. দামুড়হুদা ইউএনও সানজিদা বেগম, জীবননগর ইউএনও আরিফুল ইসলাম, সহকারী কমিশনার শেখ মো. রাসেল, সহকারী কমিশনার মোহাম্মদ সাদাত হোসেন, চুয়াডাঙ্গা প্রেসক্লাব সভাপতি সরদার আলম আমিন, সাংবাদিক অ্যাড. রফিকুল ইসলাম ও শাহ আলম সনি, টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম, ভিক্টোরিয়া জুবিলি সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক দিল আরা চৌধুরী, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) স্বপন কুমার মালাকার, দামুড়হুদা পাইলট গার্লস স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক ফাহমিদা রহমান, ঝিনুক মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেবেকা সুলতানা, দর্শনা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম হুমায়ুন কবীর, আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মনিরুজ্জামান ও জীবননগর থানা সরকারি পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সেলিনা বানুসহ পরীক্ষা সংশ্লিষ্ট কেন্দ্র সচিব ও প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম সকল কেন্দ্রের সচিবকে যথাসময়ে প্রশ্নপত্র গ্রহণ, নির্ধারিত কোর্ডের প্রশ্নপত্রে পরীক্ষাগ্রহণ শেষে উত্তরপত্র যথাযথভাবে নিরাপত্তার মাধ্যমে সংশ্লিষ্ট দফতরে নির্দেশিত মোতাবেক প্রেরণ করতে হবে।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More