স্টাফ রিপোটার: ভোক্তা অধিকার দিয়ে জরিমানার ভয় দেখিয়ে চুয়াডাঙ্গার কয়েকটি মিষ্টির দোকান থেকে লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়েছে একটি প্রতারক চক্র। প্রথমে বিষয়টি গোপন করা হলেও পরে লোকমুখে জানাজানি হয়ে যায়। তবে থানা পুলিশ এবিষয়ে কিছুই জানে না বলে জানান।
নাম প্রকাশে অনিচ্ছুক চুয়াডাঙ্গা ফেরিঘাট রোডের এক মিষ্টি ব্যবসায়ী জানান, ৪ অক্টোবর দুপুরে সহকারী কমিশনার ভূমি নামে এক ব্যক্তি ০১৬১০৪৭৩০৩৭ নং থেকে আমাকে ফোন করেন। তিনি বলেন, ভোক্তা অধিকারের সমন্বয়ের একটি টিম আপনার মিষ্টির দোকানে অভিযান চালাবে। আমাদের কাছে খবর আছে আপনি ভেজাল মিষ্টি তৈরি করে বিক্রি করছেন। আপনাকে দুই লাখ টাকা জরিমানা করা হবে। আপনি যদি ৫০ হাজার টাকা দেন তাহলে এ দফা আপনাকে বাঁচিয়ে দেয়া হবে। সেই সময় তিনি দুইটি বিকাশ নম্বর দিয়ে বলেন, এ নম্বরে টাকা পাঠান। পরে তিনি ০১৭৮৪৫৩৬০৭০ ও ০১৭৭৮৭৩১২৩৪ এই দুই নম্বরে ৫০ হাজার টাকা বিকাশ করে দেন। একইভাবে এই চক্রটি পোস্ট অফিসের পাশে অবস্থিত দুইটি দোকান থেকে আরো ৫০ হাজার টাকা হাতিয়ে নেন। নাম প্রকাশে অনিচ্ছুক চুয়াডাঙ্গা ফেরিঘাট রোডের এক মিষ্টি ব্যবসায়ী আরো জানান, এসিল্যান্ড পরিচয়ে ওই ব্যক্তি চুয়াডাঙ্গা পৌরসভার ট্রেড লাইসেন্স শাখা থেকে শহরের মিষ্টি ব্যবসায়ীদের নাম ও ফোন নং সংগ্রহ করেন। পরে তিনি বিভিন্ন দোকানে ফোন করে ভয়ভীতি দেখিয়ে টাকা হাতিয়ে নেন। মিঠাই বাড়ি মিষ্টির দোকানের মালিক বিমান বলেন, বেশ কয়েকদিন আগে এমন একটি ফোন পেয়েছিলাম, তবে আমি টাকা দিয়নি। চুয়াডাঙ্গা সদর থানার ওসি মোহাম্মদ মহাসীন পিপিএম বার জানান, এ বিষয়ে কেউ অভিযোগ করেনি। অভিযোগ করলে খতিয়ে দেখা হবে।
পূর্ববর্তী পোস্ট
উদ্বোধনকৃত দৌলৎগঞ্জ-মাজদিয়া স্থলবন্দর আকস্মিক পরিদর্শনে চার বিচারপতি
এছাড়া, আরও পড়ুনঃ