প্রতিবন্ধীদের সমাজের আলাদা বা বিচ্ছিন্ন ভাবার সুযোগ নেই

চুয়াডাঙ্গায় বাংলা ইশারা ভাষা দিবসের আলোচনাসভায় জেলা প্রশাসক আমিনুল ইসলাম খান

 

স্টাফ রিপোর্টার: ‘বাংলা ইশারা ভাষার প্রচলন, বাক ও শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তির জীবনমান উন্নয়ন’ প্রতিপাদ্যে সারা দেশের ন্যায় চুয়াডাঙ্গায় বাংলা ইশারা ভাষা দিবস-২০২৩ পালিত হয়েছে। এ উপলক্ষ্যে মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় চুয়াডাঙ্গা অফিসার্স ক্লাবে জেলা প্রশাসন, সমাজসেবা ও প্রতিবন্ধী বিষয়ক কার্যালয়ের আয়োজনে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজমুল হামিদ রেজার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান। তিনি বলেন, ভাষা মহান আল্লাহর একটি বিস্ময়কর সৃষ্টি। ভাষা অনুভূতি প্রকাশ করার একটি মাধ্যম। ইশারা ভাষা আন্তজার্তিকভাবে স্বীকৃতিপ্রাপ্ত একটি ভাষা। প্রতিবন্ধীদের সমাজের আলাদা বা বিছিন্ন ভাবার সুযোগ নেই। তারা আমাদের সমাজেরই অংশ। বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ খুবই ব্রিলিয়ান্ট। প্রতিবন্ধী কমাতে হলে বাল্যবিয়ে রোধ করতে হবে। ইদানিং দেখা যায়, অনেক মানুষ কম বয়সেই বিছানায় পড়ে যাচ্ছে। উঠতি বয়সির ছেলেরা বেপরোয়া গতির মোটরসাইকেল চালিয়ে দুর্ঘটনার কবলে পড়ে হুইল চেয়ারে পড়ে যাচ্ছে। তিনি আরও বলেন, শ্রবণ ও বাক প্রতিবন্ধী মানুষের অধিকারের কথা তুলে ধরতে হবে। শ্রবণ ও বাকপ্রতিবন্ধী মানুষের ভাব প্রকাশের সম্পর্ক অবিচ্ছেদ্য। তাই তাদের সাংস্কৃতিক বিকাশ মানেই বাংলা ভাষার বিকাশ। বাক ও শ্রবণ প্রতিবন্ধী মানুষের বৈচিত্র্যময় জীবনের প্রকাশ ঘটে এ ভাষার মাধ্যমে। এছাড়া অটিস্টিক, নিউরোলজিক্যাল ডিজঅর্ডার ও বুদ্ধিপ্রতিবন্ধীদের অনেকে ইশারা ব্যবহারের মাধ্যমে মানুষের সাথে যোগাযোগ করে থাকে। শ্রবণ ও বাকপ্রতিবন্ধীরা সমাজের অংশ তাদেরকে যথেষ্ট গুরুত্ব দিতে হবে একই সাথে তাদের জীবনযাত্রার মানোন্নয়ন সরকারি-বেসরকারিভাবে অনেক উদ্যোগে খাতে নিতে পারি। এ ব্যাপারে সকলকে গুরুত্ব দিতে হবে। আলোচনাসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সিদ্দিকুর রহমান, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক সিদ্দিকা সোহেলী রশীদ, চুয়াডাঙ্গা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) অধ্যক্ষ মো. মোছাব্বেরুজ্জামান, পুলিশ পরিদর্শক বিপ্লব কুমার। আলোচনা সভায় মূল প্রবন্ধ পাঠ করেন জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা আনোয়ারুল ইসলাম। আলোচনা সভাপতি পরিচালনা করেন জেলা প্রতিবন্ধী বিষয়ক কার্যালয়ের কনসালট্যান্ট ডা. নূর আলম আকাশ। আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, প্রতিবন্ধী বিষয়ক শিক্ষক আনোয়ার হোসেন। এর আগে ৫ জন শারিরীক প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার প্রদান করা হয়।

 

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More