রাজধানী ঢাকায় গরু নিতে রেলপথ ব্যবহার করতে পারবেন

চুয়াডাঙ্গায় কোরবানী উপলক্ষে খামারিদের সাথে মতবিনিময় সভায় জেলা প্রশাসক

রফিকুল ইসলাম : চুয়াডাঙ্গায় আসন্ন কোরবানী উপলক্ষে গবাদিপশুতে স্টেরয়েড / হরমোন এর অপপ্রয়োগ রোধে খামারিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় সদর উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে এসভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সাদিকুর রহমান উপস্থিত ছিলেন। এসময় সদর উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা এএইচএম ডা: শামিমুজ্জামান বক্তব্য রাখেন।

জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার বলেন, মহামারী করোনার কারণে সকল কিছু বন্ধ থাকলেও কৃষিকাজ ও প্রাণিসম্পদের কার্যক্রম চালু ছিলো। খামারিরা কৃষির চালিকা শক্তি এগিয়ে নিয়ে যা”্ছনে। সেকারণে আপনাদেরকে কেউ ভুলবে না। কোরবানীর পশু বিক্রি বাড়াতে জেলা প্রশাসন অনলাইনে পশু বিক্রি করতে অ্যাপস  তেরী করছে। সেখানে যুক্ত হয়ে খামাররিা পশু বিক্রি করতে পারবেন। এছাড়া, যেসকল খামাররিা কোরবানীর গরু রাজধানী ঢাকাসহ দেশের অন্যত্র নিতে যান তারা রেলপথকে ব্যবহার করতে পারবেন।

অনুষ্ঠানে ইয়াং সার্ভিস প্রোভাইডার ৮জন বাইসাইকেল ও খামারিদের মধ্যে গরুর ওষুধসহ প্রয়োজনীয় উপকরণ তুলে দেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More