স্টাফ রিপোর্টার: ফেনসিডিল পাচারের সময় যশোরের নওয়াপাড়া থেকে আলমডাঙ্গার হাসিবুল ইসলামসহ এক নারী মাদককারবারীকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকাল ১১টার দিকে যশোরের শার্শা উপজেলার বসতপুর এলাকা থেকে দুজনকে আটক করে বাগআঁচড়া তদন্ত কেন্দ্রের পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৭৫ বোতল ফেনসিডিল।
আটককৃত মাদককারবারী হাসিবুল ইসলাম (৪২) চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার আসাননগর গ্রামের মসজিদপাড়ার ওয়াদুল হোসেন ওরফে পিকুর ছেলে এবং শাহানাজ খাতুন (৩৫) যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া বাসস্ট্যান্ড এলাকার মৃত আজহারুল ইসলামের স্ত্রী। পুলিশ জানায়, মাদক পাচারের গোপন খবরে বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই ফিরোজ আহমেদ সঙ্গীয় ফোর্স নিয়ে সাতমাইল গোগা সড়কের বসতপুর অটো রাইস মিলের সামনে অবস্থান নেন। এ সময় গোগা বাজার থেকে আসা একটি ইজিবাইক তল্লাশি করে এক মহিলা ও এক পুরুষকে আটক করা হয়। পরে তাদের গায়ে থাকা বিশেষ ধরনের কটির ভেতর থেকে ৭৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উত্তম কুমার বিশ্বাস জানান, আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।