কার্পাসডাঙ্গা প্রতিনিধি : দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা-মুজিবনগর সড়কে হাতি দিয়ে গাড়ি থামিয়ে চাঁদা আদায় করা হচ্ছে। হাতি দিয়ে চাঁদা আদায় করায় পথচারী, যানবাহনের যাত্রী ও স্থানীয় ব্যবসায়ীরা অতিষ্ঠ হয়ে পড়েছে। রোববার বেলা ১২ টার দিকে কার্পাসডাঙ্গা বাজারের সড়কে এমন চিত্র দেখা যায়।
সরেজমিনে দেখা যায়, বড় একটি হাতি দিয়ে হেঁটে হেঁটে চাঁদা আদায় করছে। হাতির পিঠে বসে আছেন হাতির মালিক। মূলত তিনিই এই চাঁদাবাজি নিয়ন্ত্রন করছেন। রাস্তায় যানবাহন আটকে যানবাহনের মালিক, যাত্রী ও পথচারীদের কাছ থেকে হাতির শুঁড় দিয়ে জোরপূর্বক চাঁদা আদায় করছেন তিনি। টাকা না দেওয়া পর্যন্ত কোনো গাড়ি ও পথচারীকেই ছাড়ছে না হাতিটি। যানবাহন থামিয়ে দেয়ার কারনে রাস্তায় যানবাহনের লম্বা লাইন পড়ছে এতে করে দুর্ভোগের শিকার হচ্ছেন পথচারিরা। এবিষয়ে পথচারিরা অভিযোগ করে বলেন, জোরপূর্বক হাতি দিয়ে হাতির মালিক চাঁদাবাজি করছে। হাতির শুঁড় শরীরের কাছে আসলে ভয়ে পকেট থেকে টাকা বের করতে হচ্ছে।
পূর্ববর্তী পোস্ট
ইকবালের বিষয়ে ফখরুলের কাছে তথ্য আছে – ওবায়দুল কাদেরের প্রশ্ন
এছাড়া, আরও পড়ুনঃ