কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার ভেড়ামারায় ট্রাকের সঙ্গে একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার বিকেল ৪টার দিকে কুষ্টিয়া-পাবনা মহাসড়কে উপজেলার পাওয়ার স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের সীমান্ত সংলগ্ন মুন্সিগঞ্জ ক্রোফোর্ডনগর গ্রামের মো. মিন্টু আলীর ছেলে পারভেজ (১৭) ও জুল্লু আলীর ছেলে রিংকু (১৯)। ভেড়ামার থানার ওসি মো. শাহাজালাল জানান, মোটরসাইকেল চড়ে দুই যুবক দ্রুত গতিতে লালন শাহ সেতুর দিকে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক পারভেজ ঘটনাস্থলেই নিহত হন এবং গুরুতর আহত হন রিংকু। তিনি জানান, আহতকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়া হলে সেখানে তিনি মারা যান। মৃতদেহ দুটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।
এছাড়া, আরও পড়ুনঃ