চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে তফসিল আজ

স্টাফ রিপোর্টার: চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল আজ বুধবার ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন (ইসি)। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার সভাপতিত্বে আজ অনুষ্ঠেয় কমিশন সভায় এ ধাপের ভোটের তফসিল ঘোষণার বিষয়টি আলোচ্যসূচিতে রয়েছে। একইসঙ্গে কয়েকটি পৌরসভা ও স্থানীয় সরকারের বিভিন্ন পদে উপনির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে।
সূত্র জানায়, বুধবার বিকেল ৩টায় আগারগাঁওস্থ নির্বাচন ভবনে কমিশনের ৮৯তম সভা অনুষ্ঠিত হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার সভাপতিত্বে সভায় অন্যান্য নির্বাচন কমিশনার ও ইসি সচিবসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
সূত্র আরও জানায়, সভার এজেন্ডায় ইউপি’র চতুর্থ ধাপ নির্বাচেনর বিষয়টি রয়েছে। তবে এই ধাপে কতটি ইউপিতে ভোট হবে তা কমিশন সভায় নির্ধারণ করা হবে। এছাড়াও পৌরসভায় সাধারণ নির্বাচন, স্থানীয় সরকারের অন্যান্য নির্বাচন ও উপ-নির্বাচনের বিষয়ও কমিশন সভার এজেন্ডায় অন্তর্ভুক্ত করা হয়েছে। ইতোমধ্যে তিন ধাপে ইউপি ভোটের তফসিল ঘোষণা করেছে ইসি। প্রথম ধাপে ৩৬৯ ইউপিতে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। দ্বিতীয় ধাপে আগামী ১১ নভেম্বর ৮৪৮টি ও তৃতীয় ধাপে ১০০৩ ইউপিতে আগামী ২৮ নভেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

 

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More