চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আজ

ভোটযুদ্ধে লড়ছে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিত প্যানেল
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির নির্বাচন-২০২১ অনুষ্ঠিত হচ্ছে আজ। নির্বাচনে বঙ্গবন্ধু ও সমমনা আইনজীবী আওয়ামী আইনজীবী পরিষদ এবং জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ পৃথক প্যানেলে ভোটযুদ্ধে লড়ছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে জেলা আইনজীবী সমিতির মিলনায়তনে পৃথকভাবে দুটি সংগঠনই ভোট প্রার্থনা করে মতবিনিময়সভার আয়োজন করে। সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। মোট ভোটার সংখ্যা ১৭৫ জন। এদিকে, নির্দলীয় প্রার্থী অহিদুল আলম মানি খন্দকার সাধারণ সম্পাদক পদে পৃথকভাবে ভোটযুদ্ধে অবতীর্ণ হয়েছেন। নির্বাচনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী ও সমমনা আইনজীবী পরিষদের সভাপতি পদে আলমগীর হোসেন, সহসভাপতি পদে মামুন আক্তার ও কাইজার হোসেন জোয়ার্দ্দার শিল্পী, যুগ্ম-সম্পাদক পদে আসলাম উদ্দীন (২) ও তছলিম উদ্দীন ফিরোজ প্রার্থী হয়েছেন। কার্যনির্বাহী ৯টি সদস্য পদে আমজাদ হোসেন, মালিক আমানুর রহমান বিপুল, সামসুল আরেফিন ভুট্রো, আবু তালেব, নাসিম উদ্দীন, সাজ্জাদ হোসেন রকি, তুহিন আহমেদ, নাজমুল আহসান ও শরিফুল ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করছেন। বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী ও সমমনা আইনজীবী পরিষদের সভায় সভাপতিত্বে করেন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সভাপতি নুরুল ইসলাম। শফিকুল ইসলাম শফির সঞ্চালনায় সেলিম উদ্দিন খান, এসএম রফিউর রহমান, আব্দুস সামাদ, বেলাল হোসেন (পিপি), সাবেক পিপি মহ. শামসুজ্জোহা, আবু তালেব বিশ্বাস, সভাপতি প্রার্থী আলমগীর হোসেন ও সম্পাদক প্রার্থী তালিম হোসেন বক্তব্য রাখেন। নির্বাচনী মতবিনিময়সভায় বারের স্বার্থ রক্ষায় দুর্নীতি ও অনিয়ম দূর করতে এ প্যানেলে ভোট প্রার্থনা করেন। নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের নেতৃত্বাধীন প্যানেলে সভাপতি পদে সৈয়দ হেদায়েত হোসেন আসলাম, সাধারণ সম্পাদক মইনুদ্দীন মইনুল, সহসভাপতি পদে আব্দুল খালেক ও এখলাছুর রহমান কাজল, যুগ্ম-সম্পাদক পদে এসএম হুমায়ুন কবির ও মাসুদ পারভেজ রাসেল রহমান, হারুন-অর-রশিদ বাবলু, হুমায়ুন কবীর মামুন, রুবিনা পারভীন রুমা, আসাদুজ্জামান মিল্টন, শাহিন আকতার, মেহেদী হাসান নয়ন, জহুরুল ইসলাম ও হাসিবুল ইসলাম ইব্রাহিম প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের আহ্বায়ক শামীম রেজার ডালিমের সভাপতিত্বে মোসলেম উদ্দিন, মুনসুর উদ্দিন মোল্লা, এমএম শাহজাহান মুকুল, ওয়াহেদুজ্জামান বুলা, আ.স.ম. আব্দুর রউফ, আসাদুজ্জামান গণি সালাম, আলী হোসেন, এসএনএ হাশেমী, আব্দুল খালেক ও বদিউজ্জামান বক্তব্য রাখেন। মতবিনিময়সভায় বক্তারা বলেন, নির্বাচিত হলে আইনজীবীদের মানোন্নয়ন, বেনেভেলেন্ট ফান্ড বৃদ্ধি, বার ও বেঞ্চের সু-সম্পর্ক বজায় রাখা, সাধারণ আইনজীবীদের কল্যাণ ও জুনিয়র আইনজীবীদের পেশাগত মানবৃদ্ধি এবং স্থানীয় কল্যাণ তহবিল বৃদ্ধিকরণের দাবি অতিসত্বর পরিশোধসহ এ প্যানেলকে বিজয়ী করার জন্য মত প্রকাশ করেন।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More