চুয়াডাঙ্গা বিদ্যুত বিতরণ কেন্দ্রের আনসার সদস্যকে পিটিয়ে জখম ॥ থানায় জিডি

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা ওয়েস্টজন পাওয়ার ডিসটিবিউশন কোম্পানী’র (ওজোপাডিকো) নিরাপত্তা রক্ষীর দায়িক্ত পালনকারী আনসার সদস্য ইউসুপ আলীকে শারীরিকভাবে লাঞ্ছিত করে জখম করেছে চুয়াডাঙ্গা মসজিদ পাড়ার কয়েক যুবক। ব্যাপারে চুয়াডাঙ্গা সদর  থানায় দু-জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো কয়েক নামে জিডি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ আবু জিহাদ মো. ফকরুল আলম খান।

জিডি সূত্রে জানাগেছে, গতকাল শনিবার  চুয়াডাঙ্গা ওয়েস্টজন পাওয়ার ডিসটিবিউশন কোম্পানীর (ওজোপাডিকো) নিরাপত্তা রক্ষীর দায়িত্ব পালনকারী আনসার সদস্য ইউসুপ আলী যথারীতি দায়িত্ব পালন করছিলেন। সকাল আনুমানিক পৌনে ৯টার দিকে চুয়াডাঙ্গা মসজিদ পাড়ার বিল্লাল হোসেনের ছেলে টিপু ও আ. রশীদের ছেলে রাসেলসহ কয়েকজন যুবক মদ্যপ অবস্থায় বিদ্যুত বিতরণ কেন্দ্রের গেট দিয়ে ভেতরে ঢুকে পড়ে। আনসার সদস্য তাদের গতিরোধ করে কোথায় যাবেন জিজ্ঞেস করলে অফিসারদের  নামে গালি-গালাজ দিতে থাকেন। এরপর আনসার সদস্যকে উপক্ষো করে সংরক্ষিত এলাকার দিকে দ্রুত যাওয়ার চেষ্টা করেন। আনসার সদস্য ইউসুপ আলী বাধা দিলে রাসেল ও টিপুসহ অজ্ঞাত আরো কয়েকজন তাকে মারধর করে। বিষয়টি অফিসারদের জানাতে গেলে আরো এক দফা তারা আনসার সদস্য ইউসুপ আলীকে মারধর করে।

এ বিষয়ে  চুয়াডাঙ্গা ওয়েস্টজন পাওয়ার ডিসটিবিউশন কোম্পানী (ওজোপাডিকো)’র নির্বাহী প্রকৌশলী মো. ময়নুদ্দিন বলেন, নিরাপত্তারক্ষীর দায়িত্ব পালনকারী আনসার সদস্য ইউসুপ আলীর একটি চোখে বেশ আঘাত লেগেছে। সরকারি দায়িত্ব পালন কালে এ ধরণের ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানচ্ছি এবং আইন অনুযায়ী দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More