পদ্মায় নৌকা ডুবি: নিখোঁজ একজনের মরদেহ উদ্ধার

কুষ্টিয়া প্রতিনিধিঃ কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চরসাদিপুর এলাকায় পদ্মা নদীতে নৌকা ডুবির ঘটনায় নিখোঁজ ৪ শ্রমিকের মধ্যে শরিফুল ইসলাম নামের একজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। বুধবার (০৮ জুলাই) দুপুর ১টায় কুমারখালী উপজেলার চরসাদিপুর পদ্মা নদীতে ঘটনাস্থলে দেড় কি:মি: ভাটিতে ভেসে উঠা মরদেহ দেখে পাবনা ফায়ার সার্ভিসকে সংবাদ দিলে তাদের উদ্ধারকারী দল মরদেহটি উদ্ধার করে।
উদ্ধারকৃত মৃত: শরিফুল ইসলাম ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউননিয়নের জামালপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে।  ঘটনার সত্যতা নিশ্চিত করে পাবনা ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক সাইফুজ্জামান জানান, মঙ্গলবার (০৭ জুলাই) সকালে পদ্মা নদীতে নৌকা ডুবির ঘটনায় নিখোঁজ ৪জনের মরদেহ উদ্ধারে ডুবুরী দলসহ ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছে। বুধবার দুপুর ১টায় ১জনের মরদেহ উদ্ধার হলেও এখনও ৩জন নিখোঁজ রয়েছে।
উল্লেখ্য, মঙ্গলবার সকালে পদ্মা নদীর চর সাদিপুর এলাকায় নৌকা ডুবে যাওয়ার ঘটনায় ১৩জনের মধ্যে ৯জন শ্রমিক সাঁতরে এবং স্থানীয়দের সাহায্যে উদ্ধার হলেও সাঁতার না জানায় ৪জন পানিতে ডুবে নিখোঁজ হয়। ঘটনার পর থেকেই নিখোঁজদের উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল।
শরিফুল ইসলাম (৩১)র মরদেহ উদ্ধার হলেও নিখোঁজ রয়েছে- ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের জামালপুর গ্রামের হারান শেখের ছেলে জুয়েল (৩০), নজু’র ছেলে জাকির (২৫) ও রঞ্জিতের ছেলে জুবা (৩২)।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More