স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ফেনসিডিলসহ দুজনকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুরে শহরতলী দৌলাতদিয়াড় থেকে ১০ বোতল ফেনসিডিলসহ তাদেরকে আটক করে সদর থানা পুলিশ। আটককৃতরা হলেন চুয়াডাঙ্গা শহরতলী দৌলাতদিয়াড় দক্ষিণপাড়ার পুটে মিস্ত্রির ছেলে হেলাল (২৬) ও একই এলাকার নাসির উদ্দিনের ছেলে মিলন আলী (২৭)।
পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মঙ্গলবার দুপুর দেড়টার দিকে চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ আবু জিহাদ ফকরুল আলম খানের নেতৃত্বে এসআই হাসানুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ শহরতলি দৌলাতদিয়াড়ের বাদলপাড়ায় অভিযান চালান। এসময় আটক করা হয় হেলাল ও মিলন আলীকে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ১০ বোতল ফেনসিডিল। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।
এছাড়া, আরও পড়ুনঃ