মেহেরপুর অফিস: মেহেরপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে ২শ গ্রাম গাঁজাসহ সেন্টু নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। গতকাল সোমবার রাতে মেহেরপুর সদর উপজেলার কুলবাড়িয়া গ্রাম থেকে সেন্টুকে গ্রেফতার করা হয়। সেন্টু কুলবাড়িয়া গ্রামের কালু শেখের ছেলে।
জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক আব্দুল মান্নানের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তারা রাতে কুলবাড়িয়া গ্রামে অভিযান চালান। এ সময় সেন্টুকে গ্রেফতার করার পর তার কাছ থেকে ২শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মেহেরপুর সদর থানায় সেন্টুর বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।
পূর্ববর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ