চুয়াডাঙ্গা পলাশপাড়ার মিজানুর রহমান টুলু মারা গেছেন। (ইন্না্্্ রাজেউন)। রোববার রাত সাড়ে ৯টার দিকে তিনি মারা যান। কনটিনান্টাল কুরিয়ারের দায়িত্বপালনের সুবাদে বহুল পরিচিত ছিলেন তিনি। মৃত্যুকালে শুধুমাত্র স্ত্রী রেখে গেছেন। সোমবার সকাল ১০টায় পলাশপাড়া জামে মসজিদে নামাজে জানাজা হব। এরপর দাফন হব জান্নাতুল মাওলা কবরস্থানে।
পূর্ববর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ