টিপ্পনী
খারাপ মানুষ
যার যা খেয়াল টপকে দেয়াল
করছে দেশে তাই,
যার যেদিকে ইচ্ছে কেবল
তারাই সেদিক যায়।
মারিং কাটিং লুটিং পাটিং
কিচ্ছুটি নেই থেমে,
এসব কথা শুনলে মানুষ
আতকে ওঠে ঘেমে।
কিন্তু সবাই মনে মনে
একটা কিছু ভাবে,
সকল কিছুর ধকল থেকে
মুক্তি বোধয় পাবে।
খারাপ লোকের বাড় বেড়েছে
সাধুরা আজ আড়ালে,
আসবে ঠিকই শান্তি দেশে
খারাপ মানুষ তাড়ালে।
সূত্র:(গমবীজ সঙ্কটের অজুহাতে দিগুণ দাম)