টিপ্পনী
ভাল্লাগে না
কথায় কথায় খুন করে যান
কথায় কথায় বাড়াবাড়ি,
সবখানে আজ হুমকি চলে
পয়সা নিয়ে কাড়াকাড়ি।
একটা কথা না ফুরোতেই
চলছে আটক ধরাধরি,
আমি মোটেও ভয় করি না
যা বলি তা সরাসরি।
এইখানে যাই ওইখানে যাই
দেখছি কেবল হাতাহাতি,
ঠা-া মাথায় খতম খতম
লাশ ফেলে দাও রাতারাতি।
লাশ পড়ে তাই, আদালতে
লাখো লোকের হাঁটাহাঁটি,
ভাল্লাগে না বাংলাদেশে
সদায় এমন ফাটাফাটি।
সূত্র:(কুষ্টিয়ায় শ্যালকের হাতে দুলাভাই খুন)