খুলনা বিভাগীয় পর্যায়ে ফের শ্রেষ্ঠ-শিক্ষক হলেন ডক্টর আব্দুর রশীদ

স্টাফ রিপোর্টার: জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপন-২০২২ পর্বে চুয়াডাঙ্গা জেলায় কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক চুয়াডাঙ্গা সরকারি আদর্শ মহিলা কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডক্টর মো. আব্দুর রশীদ দ্বিতীয় বারের মতো খুলনা বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন। এর আগে তিনি ২০১৬, ২০১৭, ২০১৮ এবং ২০১৯ সালেও চুয়াডাঙ্গা জেলার কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হন। ড. আব্দুর রশীদ ১৯৮১ সালের ১০ জুলাই আলমডাঙ্গা উপজেলার ডাউকি গ্রামে জন্ম নেন। পিতা মো. ওয়াজেদ আলী এবং মা হামিদা আকতার। তিনি এরশাদপুর একাডেমি থেকে ১৯৯৬ সালে এসএসসি, আলমডাঙ্গা ডিগ্রি কলেজ থেকে ১৯৯৮ সালে এইচএসসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে ২০০২ সালে বাংলা ভাষা ও সাহিত্যে বিএ অনার্স  ও ২০০৩ সালে একই বিষয়ে মাস্টার্স ডিগ্রি লাভ করেন। তিনি ২৫তম বিসিএস পরীক্ষার মাধ্যমে সরকারি কলেজে চাকরিতে যোগদান করেন। ২০১৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শওকত ওসমানের ছোটগল্পে সমকাল, জীবনবৈচিত্র্য এবং শিল্পরূপ শীর্ষক গবেষণাকর্মের জন্য তিনি পিএইচডি (ডক্টর অব ফিলজফি) ডিগ্রি লাভ করেন। ডক্টর রশীদ মূলত গবেষক, প্রাবন্ধিক, ছোটগল্পকার এবং কবি। শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের পড়াশোনার-সমস্যা চিহ্নিতকরণ, সমস্যাসমূহের সমাধান, আধুনিক তথ্য-প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে পাঠদানকে আকর্ষণীয় ও আনন্দময় করে শিক্ষার্থীদের উজ্জীবিত করে তোলা এই শিক্ষকের মূল লক্ষ্য। তার পিতার উৎসাহ-উদ্দীপনা শ্রেষ্ঠ-শিক্ষক হওয়ার পথে তাকে নিরন্তর শক্তি যুগিয়ে চলেছে। ড. আব্দুর রশীদ এ পর্যন্ত শিক্ষাবিষয়ক ১৩৮টি প্রশিক্ষণ গ্রহণ করেছেন। তিনি একাধিক গ্রন্থ-প্রণেতা এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়েও তার গবেষণামূলক একাধিক প্রবন্ধ-নিবন্ধ প্রকাশ পেয়েছে। তাছাড়া বাংলা কথাসাহিত্য, সমকালীন বিষয় নিয়ে ছোটগল্প ও কবিতা-রচনা তার আগ্রহের বিষয়।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More