চুয়াডাঙ্গায় কৃষি বিশ^বিদ্যালয়সহ এক গুচ্ছ উন্নয়নমূলক প্রস্তাব উপস্থাপনের প্রস্তুতি : করোনার কারণে এবারের ডিসি সম্মেলন স্থগিত

স্টাফ রিপোর্টার: ডিসি সম্মেলনে চুয়াডাঙ্গার কল্যাণকর কয়েকটি প্রস্তাব উপস্থাপনের প্রস্তুতি নিয়েছেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। এর মধ্যে চুয়াডাঙ্গায় কৃষি বিশ^বিদ্যালয় স্থাপন, ব্লাক বেঙ্গল গট রিসার্স সেন্টার স্থাপন ও শহীদ আবুল কাশেম সড়কে রেল লেবেল ক্রসিঙে প্রায় ৮শ মিটার দীর্ঘ ফ্লাইওভার নির্মাণ অন্যতম। এসবসহ এক গুচ্ছ প্রস্তাব উপস্থাপনের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করে যখন সম্মেলনের অপেক্ষায় ঠিক তখনই বার্ষিক এ সম্মেলন স্থগিত করার খবর পাওয়া গেলো।
জানা গেছে, চলতি বছরের বার্ষিক ডিসি সম্মেলন করোনা মহামারীর কারণে স্থগিত করা হয়েছে। সরকারের এ সিদ্ধান্তের তথ্য গতকাল বুধবার মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (জেলা ও মাঠপ্রশাসন অনুবিভাগ) শেখ রফিকুল ইসলাম গণামাধ্যমকে জানিয়েছেন। তিনি বলেছেন, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ডিসি সম্মেলন স্থগিত করার কথা আমাদের জানানো হয়েছে, আমরা এখন সেভাবেই কাজ করছি। আগামী ৫ থেকে ৭ জানুয়ারি ঢাকায় ডিসি সম্মেলন হওয়ার কথা ছিলো। অন্যবার সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে এই সম্মেলনের কার্য-অধিবেশনগুলো হলেও কোভিড-১৯ এর কারণে ওসমানী স্মৃতি মিলনায়তনে সেসব অধিবেশন করার পরিকল্পনা নেয়া হয়েছিল।
একিকে সূত্র জানিয়েছে, ডিসি সম্মেলনে চুয়াডাঙ্গার বেশ কিছু উন্নয়নমূলক কাজের প্রস্তাবনা উপস্থাপনের প্রস্তুতি নিয়ে অপেক্ষা করছিলেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার।
প্রসঙ্গত: চুয়াডাঙ্গা জেলা শহরের প্রধান সড়ক শহীদ আবুল কাশেম সড়কে রেল লেবেল ক্রসিঙে ফ্লাইওভার নির্মাণের প্রস্তাব দীর্ঘদিনের। ইতোমধ্যে নকশাসহ বাজেট প্রণয়নের কাজ সম্পন্ন হয়েছে। রেলওয়ের অনাপত্তিপত্র পাওয়া গেলেই ৫৯ কোটি টাকার এ প্রকল্পটি একনেকে উত্থাপন হওয়ার কথা। চুয়াডাঙ্গা জেলা প্রশাসক বলেছেন, এমপি মহোদয়কে বিষয়টি অবগত করা হয়েছে। রেলওয়ের এনওসি পাওয়া গেলেই জনগুরুত্বপূর্ণ প্রকল্পটি বাস্তবায়নের দ্বারপ্রান্তে পৌঁছুবে বলে আমরা আশা করছি।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More