চুয়াডাঙ্গা প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে পিআইবি’র প্রতিনিধি দলের মতবিনিময়

 

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট কর্তৃক পরিচালিত সাংবাদিকতা বিষয়ে স্নাতকোত্তর ডিপ্লোমা ডিগ্রি প্রশিক্ষণার্থীরা চুয়াডাঙ্গা প্রেসক্লাব পরিদর্শন করেছেন। গতকাল রাত সাড়ে ১০টায় পিআইবির প্রশিক্ষক প্রভাষক লাজিনা আক্তার জ্যাসলিনের নেতৃত্বে ৩৫ সদস্য বিশিষ্ট একটি টিম চুয়াডাঙ্গা প্রেসক্লাবে এসে পৌঁছান। প্রশিক্ষণার্থী সদস্যরা চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সকল সদস্যের সাথে পরিচিত হন এবং উন্মুক্ত আলোচনাপর্বে অংশগ্রহণ করেন। উন্মুক্ত আলোচনা পর্বে সাংবাদিকতা বিষয়ে অনুসন্ধানী সাংবাদিকতা করতে গিয়ে কি কি বাধার সম্মুখীন হতে হয় এবং জেলা পর্যায়ে সাংবাদিকরা কি কি প্রতিবন্ধকতার মুখে পড়ে সে বিষয়ে বিভিন্ন প্রশ্ন করেন সাংবাদিকতা বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি অর্জন ইচ্ছুক শিক্ষার্থীরা। এ বিষয়ে চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সদস্যরা বিভিন্ন উপমা টেনে সহজভাবে তাদের প্রশ্নের উত্তর প্রদান করেন। অনুষ্ঠানে চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি সরদার আল আমিনের সভাপতিত্বে আলোচনাপর্ব ও প্রশ্ন উত্তর পর্বে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাজীব হাসান কচি, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাবেক সভাপতি আজাদ মালিতা, বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা জেলা ইউনিটের সভাপতি নাজমুল হক স্বপন, সাধারণ সম্পাদক বিপুল আশরাফ, সাংবাদিক ফাইজার চৌধুরী, এমএ মামুন, শাহ আলম সানি, এমএম আলাউদ্দিন প্রমুখ। রাতে দৈনিক মাথাভাঙ্গার প্রধান কার্যালয় পরিদর্শন শেষে রাত সোয়া ১২টায় সাংবাদিকতা বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন ইচ্ছুক প্রশিক্ষণার্থী টিমটি ট্রেনযোগ ঢাকার উদ্দেশ্যে রওনা দেন।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More