টেকসই কৃষি অগ্রযাত্রার মাধ্যমে কৃষিতে নতুন দ্বার উন্মোচিত হবে

মুজিবনগরে কৃষক সমাবেশ ও মেলার উদ্বোধনকালে জনপ্রশাসন প্রতিমন্ত্রী

মুজিবনগর প্রতিনিধি: জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আশা প্রকাশ করে বলেছেন, আগামীর কৃষি হবে আরও সমৃদ্ধ। টেকসই কৃষি অগ্রযাত্রার মাধ্যমে কৃষিতে নতুন দ্বার উন্মোচিত হবে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী স্মরণে মুজিবনগরে গ্রামীণ কৃষকদের সমন্বয়ে চলছে মুজিব জন্মোৎসব। এ উপলক্ষ্যে উপজেলা কৃষক লীগের উদ্যোগে কৃষি ও কৃষকের কল্যাণের জননেত্রী শেখ হাসিনার যুগান্তকারী সাফল্য নিয়ে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোবাবর বিকেলে মুজিবনগর কমপ্লেক্স অডিটোরিয়াম হলরুমে আয়োজিত কৃষক সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা কৃষক লীগের সভাপতি জাহিদ হাসান রাজীব। প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী আরও বলেন, বর্তমানে কৃষকদের জীবনমান অনেক উন্নত হয়েছে। শেখ হাসিনার সরকার প্রতিবছর কৃষকদের জন্য অনেক ভর্তুকি দিচ্ছে। কৃষকদের বীজ, সার থেকে শুরু করে একেবারে গ্রাম পর্যায়ে কৃষি সেবা পৌঁছে দেয়ার ব্যবস্থা করেছে বর্তমান সরকার। আওয়ামী লীগ সরকার কৃষি বান্ধব সরকার। এ সরকার কৃষকদের প্রণোদনা দিচ্ছে, আধুনিক যন্ত্রপাতি দিচ্ছে, কৃষিখাতে আধুনিকায়ণে বর্তমান সরকারের বেশ কিছু প্রকল্প হাতে নিয়েছে। ফরহাদ হোসেন আরও বলেন, গ্রামীণ কৃষিকে বাণিজ্যিক কৃষিতে রুপান্তরিত করতে সরকার ইতোমধ্যেই বিভিন্ন পদক্ষেপ হাতে নিয়েছে। জাতীর জনক বঙ্গবন্ধুর স্বপ্ন ছিলো কৃষকদের বাঁচিয়ে দেশ সমৃদ্ধ করা। তারই স্বপ্ন পূরণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষিকে গুরুত্ব দিয়ে কৃষক যাতে ন্যায্য মূল্য পায় সেদিকে জোর দিয়েছেন। আগামীর কৃষি হবে আরও সমৃদ্ধ। টেকসই কৃষি অগ্রযাত্রার মাধ্যমে কৃষিতে নতুন দ্বার উন্মোচিত হবে। অনুষ্ঠান উদ্বোধনী বক্তব্য রাখেন জেলা কৃষক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহাবুব উল আলম শান্তি। মুজিবনগর উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক শাহিনুর রহমান মানিকের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ মেহেরপুর জেলা শাখার যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহিম শাহীন, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভকেট আব্দুস সালাম, বাংলাদেশ কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক নাজমুল ইসলাম পানু, কৃষি বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আশরাফুল ইসলাম স্বপন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম তোতা, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ওয়াসীম সাজ্জাদ লিখন, বাগোয়ান ইউপি চেয়ারম্যান আইয়ুব হোসেন, মহাজনপুর ইউপি চেয়ারম্যান আমাম হোসেন মিলু, উপজেলা শ্রমিক লীগের সভাপতি আবুল কালাম আজাদ, মুজিবনগর উপজেলা যুব মহিলা লীগের সভাপতি তকলিমা খাতুন, সম্পাদিকা তহমিনা খাতুনসহ মুজিবনগর উপজেলার ৪ ইউনিয়ন ও ওয়ার্ডের কৃষকলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সকল নেতা কর্মীগণ উপস্থিত ছিলেন।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More