দর্শনায় তুচ্ছ ঘটনায় দুপরিবারের মারামারিতে আহত ৮, থানায় অভিযোগ

স্টাফ রিপোটার: দর্শনা কেরুজ মিলপাড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিবেশী দুপরিবারের মধ্যে ঘটেছে মারামারির ঘটনা। এতে উভয় পক্ষের মহিলা ও শিশুসহ আহত হয়েছে ৮ জন। ভাঙচুর ও লুটপাটের অভিযোগ এক পক্ষের। আহতের বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে দেয়া হয়েছে চিকিৎসা। থানায় পাল্টাপাল্টি অভিযোগ করা হয়েছে। গত বুধবার সন্ধ্যার দিকে কেরুজ মিলপাড়ার প্রয়াত বীর মুক্তিযোদ্ধা রফিকের ছেলে কেরুজ শ্রমিক ইউনিয়নের সাবেক সদস্য আমিনুল ইসলামের স্ত্রী আরিফার সাথে প্রতিবেশী আবুল হোসেনের মেয়ে বিলকিসের তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে আবুল হোসেন, স্ত্রী রওশনারা, ছেলে সাইফুল ইসলাম ও মেয়ে বিলকিস হামলা চালায় আরিফার ওপর। এ সময় আরিফাকে মারধর করেছে বলেও অভিযোগ করেন আমিনুল। অমিনুল ইসলাম অভিযোগ করে বলেন, ঘটনার কিছুক্ষণ পরই বহিরাগত ১২/১৩ জনকে সাথে ফের অতর্কিত হামলা চালায় আমার পরিবারের ওপর। এ সময় তারা আমিনুল (৪০), স্ত্রী আরিফা (৩৫), ছেলে আরাফাত (৮), ভাইপো শান্ত (২০), বোন নাজমা ও নাছিমাকে বেধড়কভাবে মারধর করে রক্তাক্ত জখম করে। হামলাকারীরা বাড়ির আসবাবপত্র ভাঙচুর ও লুটপাট করেছে। আমিনুল ও তার পরিবারের সদস্যদের চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসলে পালিয়ে যায় হামলাকারীরা। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য ভর্তি করা হয় দামুড়হুদার চিৎলা হাসপাতালে। সেখানে অবস্থার অবনতি দেখা দিলে আরিফাকে রেফার করা হয় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে। এ ঘটনা আমিনুল ইসলাম দর্শনা থানায় আবুল হোসেনসহ ১২/১৩ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন। এদিকে আমিনুলসহ বেশ কয়েকজনের বিরুদ্ধে পাল্টা অভিযোগ করেছেন আবুল হোসেন।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More