দামুড়হুদায় ফ্যান্টাসি চুয়াডাঙ্গা ফুড এন্ড ফান পার্কের উদ্বোধন

 

দামুড়হুদা অফিস: কাজের ফাঁকে কিম্বা ছুটির দিনে পরিবার-পরিজন নিয়ে একটু ঘোরাঘুরি, একটু বিনোদন কে না চাই ? কিন্তু বর্তমান সময়ে শুরু হয়েছে একে অপরকে টপকে যাওয়ার এক অসম প্রতিযোগিতা। বাড়ি ফিরে স্ত্রী সন্তানদের সাথে একটু সময় দেয়াতো দুরের কথা যেন দম ফেলার ফুসরত নেই তাদের। কাজের ফাঁকে ফাঁকে একটু বিনোদন কাজের গতিকে আরও বাড়িয়ে দেয় এটা যেন ভুলতে বসেছেন অনেকেই। কথাটি অপ্রিয় হলেও সত্য যে, পরিবার পরিজন নিয়ে কবে কোথায় ঘুরতে গিয়েছেন তা মনে করে বলতে পারবেন না অনেকেই। আবার এমন কিছু মানুষ আছেন যারা আদৌও কখনও বাবা-মা পরিবার পরিজন নিয়ে ঘুরতে বেরই হননি কোনদিন। তবে যারা সচেতন তারা ঠিকই শত ব্যস্ততার মাঝেও সময় বের করে মাঝে মধ্যেই ঘুরতে বেরিয়ে পড়েন পরিবার পরিজন নিয়ে। মোটা অঙ্কের টাকা খরচ করে দেশের বাইরেও যান কেউ কেউ। বিনোদন প্রেমিদের কথা বিবেচনায় নিয়ে ঈদুল আজহাকে সামনে রেখে দামুড়হুদা উপজেলা শহরের একটু অদূরে চুয়াডাঙ্গা-দামুড়হুদা আঞ্চলিক মহাসড়কের কোলঘেষে মনোরম পরিবেশে গড়ে তোলা হয়েছে ফ্যান্টাসি চুয়াডাঙ্গা নামক ফুড এন্ড ফান পার্ক নামক বিনোদন কেন্দ্র। ৬ বিঘা জমির ওপর সম্পূর্ণ বেসরকারি উদ্যোগে গড়ে তোলা এ পার্কটির শুভ উদ্বোধন করা হয়েছে গতকাল মঙ্গলবার। দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান আলি মুনছুর বাবু ফিতে কেটে পার্কটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন দামুড়হুদা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিউল কবীর ইউসুফ, দামুড়হুদা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ইউপি চেয়ারম্যান হযরত আলী, আওয়ামী লীগ নেতা সেলিম উদ্দীন বগা, দামুড়হুদা উপজেলা যুবলীগের সভাপতি আব্দুল হান্নান ছোট, দামুড়হুদা মডেল মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতি মামুনুর রশীদ, দামুড়হুদা প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ শমশের আলী, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাজু আহম্মেদ রিংকুসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার ব্যক্তিবর্গ। প্রধান অতিথি বলেন, সুস্থভাবে বেঁচে থাকতে হলে প্রত্যেক মানুষের বিনোদনের প্রয়োজন আছে। তাছাড়া বিনোদন মেধা মনের বিকাশ ঘটায়। ইচ্ছা থাকলেও পরিবেশের কারণে অনেকেই পরিবার পরিজন নিয়ে বের হতে চান না। তবে এই পার্কের পরিবেশ দেখে যা মনে হচ্ছে এটা সুুস্থ ধারার একটি বিনোদন কেন্দ্র হবে বলে আমি আশা প্রকাশ করছি।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More