পাঠকের অকৃত্রিম ভালোবাসা ছিলো বলেই পথ হারায়নি দৈনিক মাথাভাঙ্গা

দৈনিক মাথাভাঙ্গা দর্শনা ব্যুরো অফিস স্থানান্তরে নতুন অফিস উদ্বোধনকালে সরদার আল আমিন
দর্শনা অফিস: দৈনিক মাথাভাঙ্গা পত্রিকার দর্শনা ব্যুরো অফিস স্থানান্তর করা হয়েছে। দর্শনা রেলবাজারের বাগদাদ সুপার মার্কেট থেকে স্থানান্থর করে আনা হয়েছে আজমপুর তিন রাস্তা মোড়স্থ ইউনুসের ভবনে। নতুন অফিস আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন দৈনিক মাথাভাঙ্গার সম্পাদক ও প্রকাশক সরদার আলআমিন। গতকাল শুক্রবার সন্ধ্যায় অনাড়ম্বর পরিবেশে দর্শনা ব্যুরো অফিস উদ্বোধনকালে চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি সরদার আল আমিন বলেন, হাটি হাটি পা পা করে দৈনিক মাথাভাঙ্গা দীর্ঘ ২৮ বছর অতিক্রম করেছে। নিজেদের স্বার্থ জলাঞ্জলি দিয়ে, মানুষের কল্যাণে পথ চলতে বহু বাধা-বিপত্তি উপেক্ষা করেছি। দুর্জনদের চোখ রাঙানিকে উপেক্ষা করে অন্যায়ের বিরুদ্ধে মাথাভাঙ্গা সোচ্চার ছিলো, আছে এবং থাকবে। সমাজের নানা অনিয়ম, অত্যাচারে বিরুদ্ধে লিখতে আমরা কখনো পিছুপা হয়নি। তাইতো মাথাভাঙ্গা আজ সকলের ভালোবাসায় ধন্য। সমাজের অবক্ষয় রোধ ও মানুষের কল্যাণে আমরা যেন থাকতে পারি অবিচল, সেক্ষেত্রে সকলের আন্তরিকতা ও ভালোবাসাটুকুই পেতে চাই। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত থেকে দিক-নির্দেশনা মূলক বক্তব্য দেন, দর্শনা নাগরিক কমিটির সদস্য সচিব গোলাম ফারুক আরিফ, মেহেরপুর আড়াইশ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রফিকুল ইসলাম, কেরুজ চিনিকলের মহাব্যবস্থাপক (প্রশাসন) শেখ শাহাব উদ্দিন, দর্শনা থানার অফিসার ইনচার্জ মাহব্বুর রহমান কাজল, দর্শনা পৌর যুবদলের সভাপতি এনামুল হক শাহ মুকুল, দৈনিক মাথাভাঙ্গা পরিবারের সদস্য মনিরুল ইসলাম মনির, কবি ও সাহিত্যিক আবু সুফিয়ান, হিজলগাড়ি মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি সাইফুল আযম মিন্টু, দর্শনা পৌর প্যানেল মেয়র রবিউল হক সুমন, দর্শনা প্রেসক্লাবের সভাপতি মনিরুজ্জামান ধীরু, সাংবাদিক এফএ আলমগীর, দৈনিক মাথাভাঙ্গার স্টাফ রিপোটার ইমরান হোসাইন, বেগমপুর প্রতিনিধি নজরুল ইসলাম। দৈনিক মাথাভাঙ্গার দর্শনা সহকারী ব্যুরো প্রধান হানিফ ম-লের প্রাণবন্ত উপস্থাপনায় অনুষ্ঠিত সভার সভাপতিত্ব করেন ব্যুরো প্রধান হারুন রাজু। সার্বিক সহযোগিতায় ছিলেন দর্শনা ব্যুরো অফিসের ব্যুরো সহকারী ইয়াছিন আরাফাত, রূপসী বাংলা সোসাইটির হিসাবরক্ষক আবির হোসেন, নয়ন, সুজন প্রমুখ। দৈনিক মাথাভাঙ্গার দর্শনা ব্যুরো অফিসের নতুন ঠিকানায় যোগাযোগের জন্য ০১৭১১-৪৭৯১৫৬ ও ০১৯৩৫-২৬১১২৫ নম্বরে যোগাযোগ এবং যধৎঁহৎধলঁ@মসধরষ.পড়স ই-মেইল করার অনুরোধ করেছেন ব্যুরো প্রধান হারুন রাজু।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More