পুলিশ কনসটেবলকে লাঞ্ছিত করায় ইজিবাইক চালকের দুই মাসের জেল

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গায় পুলিশ কনস্টেবলকে লাঞ্ছিত করায় এক ইজিবাইক চালখকে দু মাসের কারাদণ্ডাদেশ প্রদান করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত এ আদেশ দিয়েছেন। ২২ জুলাই রাতে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার লিটন আলী নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

জানা যায়, আজ ২২ জুলাই দেশের অন্যতম বৃহত্তম আলমডাঙ্গা পৌর পশুহাট বসে। এ হাটের নিরাপত্তার জন্য আলমডাঙ্গা থানাপুলিশসহ আশপাশের ক্যাম্প পুলিশ বিশেষ দায়িত্ব পালন করে। সন্ধ্যায় পার্শ্ববর্তী কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার সুতাইল গ্রামের রফিকুল ইসলামের ছেলে ইজিবাইকচালক মাসুদ রানা ইজিবাইক নিয়ে প্রচন্ড ভীড়ের ভেতর আলমডাঙ্গা শহরে ঢোকার চেষ্টা করে। সে সময় দায়িত্বপালনরত পাইকপাড়া ফাঁড়ি ক্যাম্পের কনস্টেবল মেহেদী হাসান তাকে বাঁধা দিলে ইজিবাইকচালক তাকে লাঞ্ছিত করেন। এ সময় অন্যান্য পুলিশ সদস্যরা ইজিবাইকচালক মাসুদ রানাকে আটক করে। পরে সংবাদ পেয়ে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ঘটনাস্থলে উপস্থিত হন। তিনি নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সরকারি কাজে বাঁধা দেয়ার দায়ে দুই মাসের কারাদ-াদেশ প্রদান করেন।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More