২৪তম বিসিএস : দেশ সেবার ১৭ বছর উদযাপন

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ আমিনল ইসলাম খান, পুলিশ সুপার জাহিদুল ইসলাম, চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মুন্সি আবু সাইফ দেশের কাজে ১৭ বছর পূর্ণ করেছেন গতকাল। ২৪তম বিসিএসে কৃতিত্বের স্বাক্ষর রেখে দেশের কাজে যুক্ত হন এই তিন গুণি মানুষ।

আমিনুল ইসলাম খান প্রশাসনে, জাহিদুল ইসলাম পুলিশে, মুন্সি আবু সাইফ শিক্ষায় বিসিএস পরীক্ষায় কৃতিত্বের স্বাক্ষর রাখেন। ২০০৫ সালের ২ জুলাই সরকারি চাকরিতে যুক্ত হন। কর্মজীবনের ১৭ বছর পূর্তির দিনে তথা গতকাল শনিবার সন্ধ্যায় চুয়াডাঙ্গা প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ সাংবাদিক সমিতির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে যথাক্রমে প্রধান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হন দেশের এ তিনজন গুণি মানুষ। দেশ সেবার ১৭ বছর পূর্তিতে সাংবাদিক সমিতির তরফে ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর পাশাপাশি কেক কেটে উৎসবের আমেজ ছড়ানো হয়। দেশের জন্য আরও উদ্দীপনা নিয়ে কাজ করার উৎসাহ যোগানো হয়। এ সময় চুয়াডাঙ্গা প্রেসক্লাব সভাপতি সরদার আল আমিন, সাধারণ সম্পাদক রাজীব হাসান কচি, বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা ইউনিট সভাপতি নাজমুল হক স্বপন, সাধারণ সম্পাদক বিপুল আশরাফ, স্থানীয় সংবাদপত্র সম্পাদক পরিষদের আহ্বায়ক আজাদ মালিতা, প্রবীণ সাংবাদিক মাহতাব উদ্দীনসহ চুয়াডাঙ্গার সাংবাদিক ও সুধিসমাজের অনেকেই উপস্থিত ছিলেন। কর্মজীবনের ১৭ বছর পূর্তিতে জেলা প্রশাসক কেক কেটে পুলিশ সুপারের মুখে তুলে দেন যেমন, তেমনই পুলিশ সুপারও কেক কেটে জেলা প্রশাসকের মুখে তুলে দেন। মুন্সি আবু সাইফের মুখেও কেক তুলে দেন জেলার সুযোগ্য জেলা প্রশাসক। এ সময় উপস্থিত সকলে করতালি দিয়ে অভিনন্দন জানান।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More