৪০ বছর পূর্তিতে জীবননগরে এসএসসি ১৯৮৩ ব্যাচের মিলন মেলা

 

জীবননগর ব্যুরো: জীবননগর পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি ১৯৮৩ ব্যাচের ৪০ বছর পূর্তি উপলক্ষ্যে মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে গতকাল শুক্রবার পাইলট হাইস্কুল হতে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে আলোচনাসভা ও শেষে ফ্যামিলির সদস্যদের নিয়ে পিকনিক স্পট নতুনপাড়া ফরমান ম-লের বাগান বাড়িতে বনভোজন এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ফোরাম ৮৩’র সভাপতি নাসির উদ্দিনের সভাপতিত্বে আলোচনাসভায় বক্তব্য রাখেন ফোরামের উপদেষ্টা স্পারসর চেয়ারম্যান সরকারের অতিরিক্ত সচিব আব্দুস সামাদ, ঢাকাস্থ জীবননগর থানা কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক কাজী মনিরুজ্জামান লাভলু, ফোরামের সাধারণ সম্পাদক আব্দুল হামিদ সিরাজ ও ফোরামের উপদেষ্টা আশাদুল হক আশা। ফোরামের উপদেষ্টা আয়ুব আলী, লতিকা ইয়াসমিন লতা, শফিকুল আক্তার, পৌর মেয়র রফিকুল ইসলাম, ফয়েজ উদ্দিন, আব্দুল গফুর, হাবিবুর রহমান বাবলু, বিল্লাল হোসেন, সহসভাপতি সিরাজউদ্দিন শুকুর, মহিউদ্দিন, নাজনীন আক্তার খুকু, নির্বাহী সদস্য ছামাাউল হক, মুন্সী আব্দুস সবুর, মিজানুর রহমান, আমিনুল ইসলাম, জাহাঙ্গীর আলম বাবলু, কোষাধ্যক্ষ ফজলুর রহমান, আতিয়ার রহমান, মোহাম্মদ আলী, মুন্সী আরিফুজ্জামান, লাল মোহাম্মদ, রমেন বিশ^াস, আব্দুল মাবুদ, মুন্সী আব্দুল হালিম লাল্টু, দবির উদ্দিন বিশ^াস, আবুল কাশেম, নাজমুল হুদা ও বিমল মিত্র প্রমূখ এসময় উপস্থিত ছিলেন। আলোচনাসভা শেষে ফ্যামিলির সদস্যদের নিয়ে কুইজ ও ক্রীড়া প্রতিযোগিতা, র‌্যাফেল ড্র এবং শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিযোগিতায় বিজয়ীদের শেষে পুরস্কার তুলে দেন ফোরামের নেতৃবৃন্দ। এর পূর্বে দুপুরে ৮৩ ব্যাচের সকলে নতুনপাড়া ফরমান ম-লের বাগান বাড়িতে পৌঁছুলে বাগান বাড়ির ব্যবস্থাপনা পরিচালক বদর উদ্দিন বাদল তাদেরকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন। এ সময় তিনি ৮৩ ব্যাচের সকলকে পিকনিক স্পটে নতুন সাজে সজ্জিত ট্রেন, ওয়াটার লু, নাগর দোলাসহ বিভিন্ন রাইড ঘুরে দেখান।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More