গ্রামের সন্তানরা পান্তা ভাত খেয়ে ডিগ্রি পর্যন্ত পড়াশোনার সুযোগ পাচ্ছে

চুয়াডাঙ্গার ৬২ আড়িয়ায় দাখিল মাদরাসার একাডেমিক ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে এমপি টগর

গড়াইটুপি প্রতিনিধি: শিক্ষা ব্যবস্থার উন্নয়নের কারণে গ্রামের সন্তানরা পান্তা ভাত খেয়ে ডিগ্রি পর্যন্ত পড়াশোনার সুযোগ পাচ্ছে মন্তব্য করে হাজি আলী আজগার টগর এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষা, স্বাস্থ্যসহ সর্বোপরি আর্থিকভাবে স্বাবলম্বী করতে বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছেন। বিশেষ করে অর্থনৈতিক জোন ও শিল্পপার্ক গড়ে তোলার পদক্ষেপ গ্রহণ করে দেশের বেকারত্ব দূর করাসহ বিশ্ববাণিজ্য ক্ষেত্রে অবদান রাখবে। এজন্য শিক্ষার্থীদের সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরিশিক্ষা গ্রহণেরও কথা বলেন। শিক্ষার্থীদের শারীরিক গঠনের জন্য খেলাধুলার বিকল্প নেই। মাদরাসার উন্নয়নে আমার সর্বাত্মক সহযোগিতা থাকবে। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে সম্মিলিতভাবে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আগামীতে জননেত্রীর নৌকা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করে আমাদের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে। তিনি গতকাল মঙ্গলবার চুয়াডাঙ্গা সদর উপজেলা ৬২নং আড়িয়া দাখিল মাদরাসার একাডেমিক ভবনের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন। চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজি আলী আজগার টগর আরও বলেন, ২৩ বছরের ফসল ৯ মাসের অর্জন লাল সবুজের পতাকা পশ্চিমা শাসক গোষ্ঠির হাত থেকে রক্ষা পেয়েছিলেন শেখ হাসিনা। তিনি (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) জার্মানিতে ছিলেন। স্বপরিবারকে ব্রাশফায়ার করে হত্যা করা হয়। তিনি বলেন, ১৯৯৬-২০০১ সাল ছিলো আ.লীগের স্বর্ণযুগ। সমস্ত ভাতার অধিকার নিশ্চিত করেছেন। মুক্তিযোদ্ধাদের ৩শ টাকার ভাতা বাড়িয়ে এখন ২০ হাজার টাকা উন্নীত করেছেন। ১৬শ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন থেকে  ৪হাজার ২শ মেগাওয়াটের পর ২৬ হাজার বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড করেছে। শতভাগ বিদ্যুৎ দেয়া হয়েছে। ২০০৮ সালে পাড়া মহল্লার ঘুরেছি। সার ছিলো না, তেল ছিলো না, রাস্তাঘাট ছিলো না। সবকিছুর অবদান মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকারের। আমি নির্বাচিত প্রতিনিধি মাত্র। আগামী মাসে ইনশাআল্লাহ বিদ্যুতের ঘাটতি থাকবে না। মধ্যম আয়ের দেশ, ফ্রি চিকিৎসা, শিক্ষা সর্বক্ষেত্রে অবদান রেখেছেন। এমপি টগর বলেন, বিশ্বে করোনা ভাইরাস মহামারিতে প্রায় প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাই শিক্ষা অর্জনে পিছিয়ে পড়েছে। বিনামূল্যে ৩য় ডোজ করোনার টিকা নিয়েছেন দেশের সর্বস্তরের মানুষ। ছাত্র-ছাত্রীরা করোনার টিকা পাচ্ছে। এরপরেও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা করোনা মোকাবেলায় বিশেষ অবদান রেখেছেন।

‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিচ্ছে এগিয়ে দেশ, বঙ্গবন্ধুর লালিত স্বপ্ন করছে পূরণ বেশ’ প্রতিপাদ্যকে সমানে রেখে গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে মাদরাসা প্রাঙ্গনে আয়োজন করা হয় উদ্বোধন অনুষ্ঠানের। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলোয়াত করেন হোসাইন। পরে শোকের মাস হিসেবে ১ মিনিট নীরবতা পালন করা হয়। মাদরাসার সভাপতি ও চুয়াডাঙ্গা সদর থানা আ.লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দর্শনা পৌর আ.লীগের সাধারণ সম্পাদক দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান আলি মুনছুর বাবু, চুয়াডাঙ্গা সদর থানা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান টিপু, গড়াইটুপি ইউপি চেয়ারম্যান শফিকুর রহমান রাজু, মাদরাসার সুপারিনটেনডেন্ট সারোয়ার হোসেন।

অনুষ্ঠানে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের চুয়াডাঙ্গার বাস্তবায়নে ৬২নং আড়িয়া মাদরাসার ৪র্থ তলা বিশিষ্ট একতলা একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে অতিথিবৃন্দদের ফুলের তোড়া ও সম্মাননা স্মারক প্রদান করেন বিদ্যালয় কর্তৃপক্ষ। ২০০২ সালে মাদরাসাটি পাঠদানের অনুমতি পায়। বর্তমানে একটি সীমানা পাঁচিল, সাইকেল স্ট্যান্ড ও শহীদ মিনারের দাবি জানানো হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন মাদরাসার শিক্ষক সাইদুর রহমান। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দর্শনা থানার অফিসার ইনচার্জ এএইচএম লুৎফুল কবীর, দামুড়হুদা উপজেলা যুবলীগের সভাপতি আব্দুল হান্নান ছোট, চুয়াডাঙ্গা সদর থানা আ.লীগের শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক ফাতরুজ্জামান মাস্টার, গড়াইটুপি ইউনিয়ন আ.লীগের সভাপতি (একাংশ) আব্দুল মতিন খোকন, গড়াইটুপি ইউনিয়ন যুবলীগের সভাপতি রাশেদুজ্জামান পলাশ, তিতুদহ ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি আসাদুল ইসলাম রোকন, গিরীশনগর মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি হায়দার আলী, হিজলগাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি সাইফুল আজম মিন্টু, তিতুদহ ইউনিয়ন আ.লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন, গড়াইটুপি ইউপি সদস্য হাফিজুর রহমান, আ.লীগ নেতা ফারুক হোসেন, প্রভাষক মাহবুবুর রহমান রিপন, শাহ আলম বাচ্চু, জাহাঙ্গীর হোসেন, শাহ আলম, ইনামুল হক, বিপুল হোসেন, শাহ আলম, মনিরুজ্জামান মনি। অনুষ্ঠানটি পরিচালনা করেন অত্র মাদরাসার শিক্ষক সাইদুর রহমান।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More