চুয়াডাঙ্গায় আ.লীগের সম্মেলনে চেয়ার ছোড়াছুড়ি : ৬ জন আহত

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন শুরু হওয়ার আগেই চেয়ারে বসাকে কেন্দ্র করে সকাল ৯টার দিকে হট্টগোল ও চেয়ার ছোড়াছুড়ির ঘটনা ঘটেছে। এ সময় প্রতিপক্ষের হামলায় জেলা ছাত্রলীগের সাবেক নেতাসহ অন্তত ৬জন আহত হয়েছেন। আহত ব্যক্তিরা হলেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিক, সাবেক ক্রীড়া সম্পাদক ফিরোজ জোয়ার্দ্দার, সাবেক স্কুলবিষয়ক সম্পাদক রাজু আহম্মেদ, চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তানিম হাসান তারেক ও ছাত্রনেতা হীরক আহমেদ। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জুবাইদা জামাল বলেন, মোহাইমেন, ফিরোজ ও রাজু হাসপাতালে ভর্তি আছেন। তানিম ও হীরক প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা বলেন, সম্মেলনস্থলের প্যান্ডেলের প্রথম সারিতে চেয়ারে একদল নেতাকর্মী বসেছিলেন। সেখানে আরও কিছু নেতাকর্মী বসতে গেলে তাদের বাধা দেয়া হয়। এ সময় সবুজ টুপি পরা একদল লোক সেখানে গিয়ে লাঠিসোঁটা নিয়ে অতর্কিত হামলা করে। এরপর পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। আহত ফিরোজ আহম্মেদ বলেন, ‘সাবেক সভাপতি মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিকের নির্দেশনায় মাঠেই কাজ করছিলাম। এ সময় ছাত্রলীগ নেতা মাফিজুর রহমান মাফির নেতৃত্বে তাবু, তাওরাত, প্লাবনরা আমাদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। মোহাইমেন হাসানের ওপর চেয়ার নিক্ষেপ করেন তারা। বাধা দিতে গেলে আমরাও আহত হই।’ তবে অভিযুক্ত কারও বক্তব্য নেয়া সম্ভব হয়নি। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট (সার্জারি) ডা. এহসানুল হক তন্ময় বলেন, মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিক ও হিরকের মাথা এবং তারেক হাসানের হাতের একটি আঙুল আঘাতপ্রাপ্ত হয়েছে। সেলাই দেয়া হয়েছে। তারা এখন শঙ্কামুক্ত। সবাইকে প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চুয়াডাঙ্গা সদর থানার ওসি মাহব্বুর রহমান বলেন, এ ধরনের একটি ঘটনা ঘটেছে বলে শুনেছি। তবে সম্মেলনকে ঘিরে দিনভর বিভিন্ন দায়িত্ব পালন করতে গিয়ে বিস্তারিত জানতে পারিনি।’

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More