চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সম্মেলন সফল করতে বিভিন্ন স্থানে প্রস্তুতিসভা

চুয়াডাঙ্গায় স্বেচ্ছাসেবক লীগের আলোচনাসভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় জেলা আওয়ামী লীগের সম্মেলন সফল করার লক্ষ্যে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পৌর কাউন্সিলর মাফিজুর রহমান মাফির আয়োজনে গতকাল শনিবার রাত সাড়ে ৮টার দিকে শহরের রাহেলা খাতুন গার্লস একাডেমি স্কুল প্রাঙ্গণে এ আলোচনাসভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সাবেক পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু। প্রধান অতিথির বক্তব্যে জিপু চৌধুরী বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে দেশ দুর্বার গতিতে এগিয়ে চলেছে। এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তার হাতকে আরও শক্তিশালী করতে হবে। আর তৃণমূল পর্যায়ে দল শক্তিশালী হলে প্রধানমন্ত্রীর হাতও শক্তিশালী হবে। তাই আসন্ন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সম্মেলন সফল করার লক্ষ্যে স্বেচ্ছাসেবক লীগের সকল নেতাকর্মীদের নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে। সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পৌর কাউন্সিলর মাফিজুর রহমান মাফির সভাপতিত্বে ও পরিচালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহ্বায়ক মতিয়ার রহমান মতি, জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সৈয়দ ফরিদ আহমেদ, আবু তাহের, পৌর কৃষকলীগের আহ্বায়ক রাকিবুর রহমান রাকু, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. জানিফ, পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শেখ সামি তাপু, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক ইমরান আহমেদ, জেলা ছাত্রলীগের সাবেক সদস্য ইমদাদুল হক সজল, ছাত্রলীগ নেতা শাকিল আহমেদ জিম। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুন, ৪নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সেলিম উদ্দিন পিন্টু, সাধারণ সম্পাদক মো. রবিন, ৫নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তাওরাত হোসেন, সাধারণ সম্পাদক তুহিন হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা পাপন হাসান সবুজ, আসিফ খান প্লাবন, হৃদয় হাসান, আবির হাসান ইমন, অরোভি আকাশ, মিজানুর রহমান মিশন প্রমুখ।

আলমঙ্গার চিৎলা ইউনিয়ন আওয়ামী লীগের মতবিনিময়সভা

ভালাইপুর প্রতিনিধি: আলমডাঙ্গার চিৎলা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে জেলা আওয়ামী লীগের সম্মেলন সফল করার লক্ষ্যে মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সন্ধ্যা ৬টার দিকে চিৎলা ইউনিয়ন আওয়ামী লীগের পার্টি অফিসে জেলা আওয়ামী লীগের সম্মেলন সফল করার লক্ষ্যে মতবিনিময় সভায় চিৎলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহ্ আব্দুল বাতেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিৎলা ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি জমির উদ্দীন, যুগ্ম সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম জোয়ার্দ্দার, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শমসের মন্ডল, আবুছদ্দিন, মহাসিন আলী, আব্দুল মালেক, সাধারণ সম্পাদক মোজাম আলী, মনিরুল ইসলাম, আব্দুস সোবহান, শ্রী আশুতোষ, মজিবার রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, সাংগঠনিক সম্পাদক রাজন আলী, ইকরামুল কবীর, আওয়ামী লীগ নেতা মসলেম উদ্দীন, আবুল কাশেম, আব্দুল বাশার মন্ডল, আবুল হোসেন, সাগর আলী, আব্দুল্লাহ, আনোয়ার হোসেন, সোহেল শাহ্ প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন ইউনিয়ন আওয়ামী লীগ নেতা চাষি স্বপন। আওয়ামী লীগের সম্মেলন সফল করার লক্ষ্যে মতবিনিময় সভায় চিৎলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহ্ আব্দুল বাতেন বলেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপির হাতকে শক্তিশালী করতে চিৎলা ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষ থেকে লোক সমাগম করতে সর্বোচ্চ প্রস্তুতি ও উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আমরা চিৎলা ইউনিয়ন আওয়ামী লীগ বারবার নির্বাচিত জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি জেলার উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে পুণরায় সভাপতি হিসেবে দেখতে চাই বলে আশাবাদ ব্যাক্ত করেন।

দামুড়হুদায় উপজেলা যুবলীগের প্রস্তুতিসভা

দামুড়হুদা প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সম্মেলন সফল করার লক্ষ্যে দামুড়হুদা উপজেলা যুবলীগের প্রস্তুতিমূলকসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেল ৪টার দিকে দামুড়হুদা বাসস্ট্যান্ড চত্বরে দামুড়হুদা উপজেলা যুবলীগের আয়োজনে এ প্রস্তুতিমূলক সভার আয়োজন করা হয়। চুয়াডাঙ্গা-২ আসনের সাংসদ সদস্য হাজি আলী আজগার টগর ও চুয়াডাঙ্গা জেলা যুবলীগের আহ্বায়ক নঈম হাসান জোয়ার্দ্দারের দিকনির্দেশনায় আগামী ১২ডিসেম্বর চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের ত্রি বার্ষিক সম্মেলন সফল করার লক্ষ্যে দামুড়হুদা উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এসএম মহসীন আালীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা আবুল হাসেম, দামুড়হুদা উপজেলা যুবলীগ নেতা হযরত আলী, উপজেলা যুবলীগ নেতা ও দামুড়হুদা সদর ইউপি সদস্য জাহিদুল ইসলাম, যুবলীগ নেতা রফিক, জাহাঙ্গীর, আ. মালেক, দামুড়হুদা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জামিরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের আইন বিষয়ক সম্পাদক বুলবুল আহম্মেদ, সাবেক ছাত্রলীগ নেতা শেখ হাতেম, আব্দুল ওদুদ শাহ্ ডিগ্রি কলেজ ছাত্রলীগের আহ্বায়ক শাহীন মোল্লা, যুগ্ম আহ্বায়ক এমএ করিম, ছাত্রলীগ নেতা রাজু আহমেদ, সোহেল, সাইমুন প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন দামুড়হুদা উপজেলা যুবলীগ নেতা শেখ হাফিজুর শামস।

দামুড়হুদার কার্পাসডাঙ্গায় ইউনিয়ন আওয়ামী লীগের প্রস্তুতিসভা

ভ্রাম্যমাণ প্রতিনিধি: আগামী ১২ ডিসেম্বর চুয়াডাঙ্গা জেলা আ. লীগের ত্রি-বার্ষিক সম্মেলন সফল করার লক্ষ্যে ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের প্রস্তুতিসভা কার্পাসডাঙ্গায় অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেল সাড়ে ৩টায় ইউনিয়ন আ. লীগের কার্যালয়ে এ প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে কার্পাসডাঙ্গা ইউনিয়ন আ. লীগের সাধারণ সম্পাদক নজির আহম্মেদের সঞ্চালনায় ইউনিয়ন আ. লীগের সহ-সভাপতি আব্দুল কাদের বিশ্বাসের সভাপতিত্বে প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়। প্রস্তুতিসভায় অতিথি ছিলেন কার্পাসডাঙ্গা ইউনিয়ন আ. লীগের সিনিয়র সহ সভাপতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল করিম বিশ্বাস। প্রস্তুতিসভায় বক্তারা বলেন বিএনপি-জামাত নৈরাজ্য বিরুদ্ধে দলীয় নেতাকর্মিদের রুখে দাঁড়াতে হবে। এরা যে কোনো সময় দেশের মধ্যে নৈরাজ্য সৃষ্টি করতে পারে, এদের দিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। এরা কোনো রকম নৈরাজ্য সৃষ্টি না করতে পারে। আগামী ১২ তারিখের জেলা আ. লীগের ত্রি-বার্ষিক সম্মেলন সফল করতে কার্পাসডাঙ্গা ইউনিয়ন আ. লীগের নেতৃবৃন্দ সর্বদা প্রস্তুত থাকবে ইনশাআল্লাহ। প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন ইউনিয়ন আ. লীগের সহ সভাপতি সিরাজুল ইসলাম সিরু, আব্দুল হান্নান, যুগ্ম সম্পাদক আব্দুস সালাম বিশ্বাস, সাংগাঠনিক সম্পাদক জাহিদুর রহমান মুকুল, মখলেসুর রহমান রিপন, পাঠ ও শিক্ষা বিষয়ক সম্পাদক সাবেক জিএস আব্দুল হামিদ আ. লীগ নেতা ডা. রবিউল হক, বাহাদুর আলী, আব্দুস সবুর, নাসির উদ্দীন, নাজমুল হক গ্যাগার, ইলিয়াস আলী, রেজাউল করিম মিন্টু, শহিদুল হোসেন, সিরাজুল ইসলাম, আলাল হোসেন, মনিরুজ্জামান মন্টু, আশরাফ আলী, রবিউল ইসলাম, সাইদুর রহমান সাইদ, সহিদুল ইসলাম সর্দার, আসাদুল হক, আশাবুল হক, আক্তার হোসেন, কৃষক লীগ নেতা আশুব্বর বাবু, বিল্লাল হোসেন, যুবলীগ নেতা মোস্তাফিজ কচি, ফারুক হোসেন, হুমায়ন কবির বেল্টু, খুরশীদ আলম নান্নু, শরিফুজ্জামান শরিফ, আতিক, মেহেদি মিলন, বখতিয়ার বকুল, শফিউদ্দিন, কামাল উদ্দিন, মহিদুল, জামাত আলী, হাসেম আলী, তারিক, বিল্লাল, জাফর, আক্তার, আলমগীর, মুকুল, লাবু, জিয়া, আতিয়ার, ওমিদুল, মনিরুল, বিপুল সর্দার, ছাত্রলীগ নেতা সানাউল কবির শিরিন, রানা, খায়রুল, আল-আমিন, আবু বক্কর, স্টাইলিন অর্পৃব, লিমন প্রমুখ।

দামুড়হুদার নাটুদাহ ইউনিয়ন ছাত্রলীগের প্রস্তুতিসভা

কার্পাসডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সম্মেলন উপলক্ষ্যে নাটুদাহ ইউনিয়ন ছাত্রলীগের প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেল ৪টার দিকে নাটুদাহের চারুলিয়া বাজার প্রাঙ্গনে নাটুদাহ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি লিমন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটুদাহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিফুল ইসলাম মল্লিক। প্রধান বক্তা ছিলেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাজু আহম্মেদ রিংকু। উপস্থিত ছিলেন যুবলীগ নেতা তারিকুল, শিমুল, সুমনসহ বিভিন্ন ওয়ার্ডের আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।

জীবননগরে উপজেলা আওয়ামী লীগের প্রস্তুতিসভা

জীবননগর ব্যুরো: আগামী ১২ ডিসেম্বর চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন সফল করতে জীবননগরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেল সাড়ে ৪টায় উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে জীবননগর বাসস্ট্যান্ডে উপজেলা আওয়ামী লীগের অফিসে প্রস্তুতিমূলক এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা, ইউনিয়ন আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। সম্মেলন সফল করতে উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়। জীবননগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপধ্যক্ষ নজরুল ইসলামের সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি মো. আলী আজগার টগর। বিশেষ অতিথি ছিলেন জীবননগর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি গোলাম মোর্তুজা, দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনসুর বাবু, জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজি মো. হাফিজুর রহমান, পৌর মেয়র রফিকুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সভাপতি নাসির উদ্দীন, সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র জাহাঙ্গীর আলম। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু মো. আব্দুল লতিফ অমলের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন উথলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হান্নান, সাধারণ সম্পাদক মোবারক আহাম্মেদ সোহেল প্রদীপ, সীমান্ত ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মালেক মোল্লা, সাধারণ সম্পাদক আব্দুস শুকুর, হাসাদহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম বিশ্বাস, সাধারণ সম্পাদক অধ্যক্ষ জসিম উদ্দিন জালাল, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম মোক্তার, সাধারণ সম্পাদক মুহিদুল ইসলাম মধু শেখ, রায়পুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মির্জা তাহাজ্জত হোসেন, সাধারণ সম্পাদক সাইদুর রহমান, বাঁকা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের প্রধান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন ফরজ, কেডিকে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস শুকুর সরকার, সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান খায়রুল বাশার শিপলু, মনোহরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম রসুল, সাধারণ সম্পাদক আহসান হাবীব বকুল, মনোহরপুর ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন খাঁন, রায়পুর ইউপি চেয়ারম্যান আব্দুর রশীদ শাহ। এছাড়াও যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More