জীবননগরের আন্দুলবাড়িয়ায় পুলিশ পরিচয়ে মোবাইল ছিনতাই

আন্দুলবাড়িয়া প্রতিনিধি: জীবননগরের আন্দুলবাড়িয়া কর্চাডাঙ্গা লাইনপাড়ায় পুলিশ পরিচয় দিয়ে প্রতারকচক্র ৩টি মোবাইল ছিনিয়ে নিয়েছে। গত সোমবার রাত ৮ টার দিকে লাইনপাড়ার আলমাস মেম্বারের বাড়ির সামনে থেকে ৩ যুবকের নিকট থেকে ৩টি মোবাইল নিয়ে দু’প্রতারক সকালে পুলিশ ক্যাম্পে দেখা করার কথা বলে মোটরসাইকেলযোগে সটকে পড়েছে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, কর্চাডাঙ্গা লাইনপাড়ার সাবেক ইউপি সদস্য আলমাস আলীর ছেলে মুন্না (১৮), আলী আহম্মদের ছেলে আরিফুল ইসলাম (১৭) ও আক্কাচ আলীর ছেলে আরিফ হোসেন (১৮) একই পাড়ার সমবয়সী তিন বন্ধু বাড়ির সামনে রাত ৮ টার দিকে আড্ডা দিচ্ছিলো। এ সময় এফ জেড মোটরসাইকেলযোগে দু’ব্যক্তি পুলিশ পরিচয় দিয়ে যুবকদের বলেন, তোমাদের মোবাইলে অশ্লীল ছবি রয়েছে। চেক করে দেখতে হবে। মোবাইলগুলো দাও। ওই পুলিশ পরিচয়দানকারী দু’ব্যক্তি মোবাইল ৩টি হাতে নিয়ে সকালে পুলিশ ক্যাম্পে এসে দেখা করার কথা বলে মোটরসাইকেলযোগে পাঁকা গ্রামের দিকে রওনা দেয়। ওই দু’ব্যক্তির বয়স ৩০-৩২ বছর হবে বলে প্রতারণার শিকার যুবকগণ জানান। ৩টি মোবাইলের মূল্য প্রায় ৭৫ হাজার টাকা বলে জানা গেছে। এছাড়াও প্রতারকচক্রটি শাহাপুর ও সুয়াদি গ্রাম থেকে আরো কয়েকটি মোবাইলফোন একই কায়দায় ছিনিয়ে নিয়েছে বলে জানা গেছে।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More