ঝরে পড়া শিক্ষার্থীদের আবারও বিদ্যালয়ে ফিরিয়ে আনতে হবে

আলমডাঙ্গায় শিক্ষা প্রতিষ্ঠানে প্লাস্টিক বেঞ্চ বিতরণকালে এমপি ছেলুন জোয়ার্দ্দার

আলমডাঙ্গা ব্যুরো: অবকাঠামো উন্নয়ন উপ-প্রকল্পের আওতায় আলমডাঙ্গা উপজেলার ৩৬টি শিক্ষা প্রতিষ্ঠানে প্লাস্টিক  বেঞ্চ বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসন ও উন্নয়ন প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ ও জাইকার সহায়তায় এ বেঞ্চ বিতরণ করা হয়। প্লাস্টিক বেঞ্চ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন।

এ সময় তিনি বলেন, অধিকাংশ স্কুলে বেঞ্চের অভাব আছে। বর্তমানে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী বেড়েছে। এই  বেঞ্চগুলো পাওয়ায় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বসার অসুবিধা কমবে। তিনি আরও বলেন, করোনার কারণে যে সকল শিক্ষার্থী ঝরে পড়েছে; ওই সকল শিক্ষার্থীর বাড়ি বাড়ি গিয়ে তাদের পিতা-মাতার সাথে কথা বলে শিক্ষা প্রতিষ্ঠানে আবারও ফিরিয়ে আনতে হবে। বর্তমানে শিক্ষা প্রতিষ্ঠানে খেলাধুলার চর্চ্চা না থাকার কারণে ছাত্ররা মাদকের সাথে জড়িয়ে পড়ছেন। প্রতিটি প্রতিষ্ঠানে ক্রীড়া শিক্ষকদের উদ্দ্যেশ্য করে তিনি বলেন, নিয়মিত শিক্ষার্থীদের খেলার মাঠে নিয়ে যেতে হবে। তিনি শিক্ষকদের মানুষ গড়ার কারিগর বলে মন্তব্য করে বলেন, শিক্ষকদের নিজেদের সেই মর্যাদা ধরে রাখতে হবে।

অনুষ্ঠানের সভাপতিত্বে করেন উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নূর। এসময় তিনি বলেন, এখন প্রয়োজন শিক্ষার গুণগত মানোন্নয়ন। শিক্ষার গুণগত মানোন্নয়ন হলে দেশ এগিয়ে যাবে। বিশ্বের মানচিত্রে আমাদের জাতি সম্মানিত হবে। উপজেলা চেয়ারম্যান আইয়ুব হোসেন বলেন, শুধু শিক্ষিত হলেই চলবে না। সুশিক্ষিত হতে হবে। নৈতিক শিক্ষায় শিক্ষিত হতে হবে। না হলে প্রাতিষ্ঠানিক শিক্ষার মূল্য থাকবে না।

বেঞ্চ বিতরণকালে বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহমেদ ডন, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু, উপজেলা আ.লীগের সভাপতি আবু মুছা, সাধারণ সম্পাদক ইয়াকুব আলী মাস্টার, পৌর আ.লীগের সভাপতি দেলোয়ার হোসেন, যুগ্ম-সম্পাদক সাইফুর রহমান পিন্টু, মাধ্যমিক শিক্ষা অফিসার ফজলুল হক, উপজেলা শিক্ষা অফিসার শামসুজ্জোহা, উপজেলা প্রকৌশলী আরিফউদ্দৌলা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক, উপজেলা একাডেমিক সুপার ভাইজার ইমরুল হক, খাদ্য গোডাউনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসিএলএসডি) লিটন কুমার, জাইকা প্রতিনিধি এনায়েতুল্লাহ, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা আজিজুল হাকিম। আলমডাঙ্গা কলেজিয়েট স্কুলের উপাধ্যক্ষ শামীম রেজার উপস্থাপনায় উপস্থিত ছিলেন পৌর আ.লীগের দপ্তর সম্পাদক মাসুদ সালেহীন উৎপল, কালিদাসপুর ইউনিয়ন আ.লীগের সভাপতি জয়নাল আবেদীন, আ.লীগ নেতা রেজাউল হক তবা,  আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান, এরশাপুর একাডেমির প্রধান শিক্ষক ফজলুল হক শামীম, হাটবোয়ালিয়া বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শরিফুজ্জামান লাকি, তিওরবিলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, মাধবপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবেদ আলী, হাপানিয়া সিরাজুল ইসলাম মডেল নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর গনি, কাবিলনগর মাদরাসার সুপার শহিদুল ইসলাম, বেলগাছী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাসেম, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারেছ উদ্দিন, আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দিন অ্যাটম, কলেজ ছাত্রলীগ সভাপতি আশরাফুল হক, ছাত্রলীগ নেতা ইছানুর কবীর প্রমুখ। এর আগে চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসারের বাসভবন ও শারিরীক নিরাপত্তার জন্য আনসার সদস্যদের ভবন উদ্বোধন করেন। আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসারের বাসভবনের পাশে প্রায় ১৫ লাখ টাকা ব্যয়ে এ ভবন নির্মাণ করা হয়েছে।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More