দর্শনা থানা পুলিশের মাদকবিরোধী পৃথক দুটি অভিযান : গ্রেফতার ৪

দর্শনা অফিস: দর্শনা থানা পুলিশ মাদকবিরোধী পৃথক দুটি অভিযান চালিয়েছে। এ অভিযানে সোয়া ১০ কেজি গাঁজাসহ ৪জন অভিযুক্ত মাদককারবারিকে গ্রেফতার করেছে পুলিশি। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় দায়ের করা হয়েছে পৃথক দুটি মামলা। গত বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে দর্শনা থানার অফিসার ইনচার্জ মাহাব্বুর রহমান কাজলের নির্দেশে এসআই আলমগীর হোসেন, খান আব্দুর রহমান, শিহাব উদ্দিন, সুমন্ত বিশ্বাস, এএসআই ইদ্রিস আলী গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে মাদক বিরোধী অভিযান চালান দামুড়হুদার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের ঝাঝাডাঙ্গা উত্তরপাড়া জামে মসজিদপাড়ায়। সেখানে গ্রেফতার করা হয় ওই পাড়ার সাইদুর রহমানের ছেলে সবুজ হোসেন (২২) ও দর্শনা রামনগর বাগদিপাড়ার মজনুর স্ত্রী অলকা খাতুন লাইলীকে (২৮)। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে গ্রেফতারকৃতদের কাছ থেকে ৫ কেজি আড়াইশ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এসআই খান আব্দুর রহমান বাদী হয়ে ওই রাতেই দর্শনা থানায় গ্রেফতারকৃত ২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। একই রাত ৩টার দিকে ওসি মাহাব্বুর রহমান কাজলের নির্দেশে এসআই আলমগীর হোসেন, শিহাব, এসআই সুমন্ত, এএসআই ইদ্রিস আলী, শাহীন ও আনোয়ারুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে মাদকবিরোধী অভিযান চালান দর্শনা মেমনগর করিমপুরপাড়ার আব্দুল লতিফের ছেলে আবুল কালামের বাড়িতে। পুলিশ ওই বাড়ি থেকে গ্রেফতার করেছে রবগুল মালিতার ছেলে মুক্তার হোসেন (৪০) ও আ. লতিফের ছেলে আবুল কালামকে (৪২)। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, গ্রেফতারকৃতদের কাছ থেকে উদ্ধার করা হয় ৫ কেজি গাঁজা। এ ঘটনায় এসআই আলমগীর হোসেন বাদী হয়ে ওই রাতেই দর্শনা থানায় গ্রেফতারকৃত ২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More