দর্শনা থেকে কুড়ুুুুুলগাছি পর্যন্ত ৯টি কালভার্ট নির্মাণ কাজ ধীরগতি : জনদুর্ভোগ চরমে

দর্শনা অফিস: মুক্তিযুদ্ধের ঐতিহাসিক নিদর্শন মুজিবনগরের সাথে যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত করণের লক্ষ্যে সরকার সড়ক প্রশস্ত করণের উদ্যোগ নিয়েছে। দর্শনা বাসস্ট্যান্ড থেকে কেদারগঞ্জ পর্যন্ত প্রায় ২৯ কিলোমিটার প্রধান সড়ক প্রশস্ত করণে সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে প্রায় দেড়শ কোটি টাকা বরাদ্দের ব্যবস্থা করেন। গত বছরের ২১ নভেম্বর সড়ক নির্মাণ কাজের ফলক উন্মোচন করা হয়। ৪ মাসের মাথায় ১২ মার্চ দর্শনা বাসস্ট্যান্ড থেকে মেমনগর মোড় পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার সড়কের ধারে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এ উচ্ছেদের কারণে শত শত ব্যবসায়ী বেকার হয়ে পড়েছেন। বহু ব্যবসায়ী এখনো খেয়ে না খেয়ে পরিবার পরিজন নিয়ে দিন কাটাচ্ছে। এদিকে দোকান-পাট উচ্ছেদের আড়াই মাস পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত সড়ক প্রশস্তকরণ কাজ শুরু হয়নি। তবে শুরু হয়ে দর্শনা থেকে কুড়–লগাছি পর্যন্ত ৯টি কালভাট নির্মাণ কাজ। নির্মানাধীন কালভাটের মধ্যে রয়েছে দর্শনা হাজিপাড়া, ঘুঘুডাঙ্গা, মেমনগর, গোপালখালী, চন্ডিপুর প্রাইমারি স্কুল, মাঝপাড়া, খামারিপাড়া মসজিদ, কুড়–লগাছি হাইস্কুল ও কুড়–লগাছি ফুটবল মাঠের সামনে। জনবহুল ব্যস্ততম এ সড়কে ধীরগতিতে এ নির্মাণ কাজ হওয়ায় চরম জনদুর্ভোগ দেখা দিয়েছে। বিশেষ করে দর্শনা বাসস্ট্যান্ড সংলগ্ন তেতুলতলার অবস্থা একেবারেই বেহাল। চলাচলের অযোগ্য হয়ে পড়েছে সড়কটি। কালভাট নির্মাণে মাটি খনন করে রাস্তার পাশে স্তুপ, ইট-বালি, খোয়া ও রড রাখায় চরমভাবে সমস্যার সৃষ্টি হচ্ছে পথচারীসহ যানবাহনগুলোর। ফলে প্রতিদিনই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। অনেকেই মন্তব্য করে বলেছে, ঠিকাদারী প্রতিষ্ঠানের অনিহা ও অবহেলার কারণেই কচ্ছপগতিতে নির্মাণ কাজ হচ্ছে। দ্রুত নির্মাণ কাজ শেষ করা না হলে বড় ধরণের সড়ক দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে। জনদুর্ভোগ লাঘবে দ্রুতগতিতে ৯টি কালভাট নির্মাণ কাজ শেষ করার দাবি তুলে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগরসহ সংশ্লিষ্ট বিভাগের উর্ধ্বতন কর্মকর্তার সুদৃষ্টি কামনা করেছে এলাকাবাসী।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More