দর্শনা পৌর নির্বাচনে আ.লীগের দলীয় প্রার্থী ঘোষণা হলেও হয়নি বিএনপির

১৩ পদের বিপরীতে ৫৬ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ : দিনদিন গরম হচ্ছে নির্বাচনী হাওয়া
দর্শনা অফিস: দর্শনা পৌর নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৩০ জানুয়ারি। গত ১৪ ডিসেম্বর নির্বাচনী তফসিল ঘোষণার পর থেকে নড়েচড়ে বসেছেন প্রার্থীরা। মাস দুয়েক আগে থেকেই সম্ভাব্য প্রার্থীদের মধ্যে নীরব প্রচারণা দেখা গেলেও তা প্রকাশ্যে রূপ নেয় তফসিল ঘোষণার পর। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৩১ ডিসেম্বর মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেয়ার শেষ দিন। ফলে গত কয়েকদিন ধরে প্রার্থীদের মধ্যে মনোনয়নপত্র সংগ্রহের হিড়িক পড়ে গেছে। এরই মধ্যে দর্শনা পৌর মেয়র পদে ৬, সংরক্ষিত কাউন্সিলর পদে ৮ ও সাধারণ কাউন্সিলর পদে ৪২ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এবারের নির্বাচনে ১৩টি পদের বিপরীতে ৫৬ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছে। তবে এখনও হাতে সময় রয়েছে আজ, কাল ও পরশু। যে কারণে প্রার্থীর সংখ্যাও বাড়তে পারে। শুরু থেকে দর্শনা পৌর মেয়র প্রার্থী হিসেবে যাদের নাম শোনা যাচ্ছিলো তাদের মধ্যে কয়েকজনের নাম বর্তমানে শোনা যাচ্ছে না। এরই মধ্যে আ.লীগ দলীয় প্রার্থী হিসেবে মতিয়ার রহমানের নাম ঘোষণা দেয়ায় এ দলের মনোনয়ন প্রত্যাশীরা নিজেদের গুটিয়ে নিয়েছেন। গতকাল ২৮ ডিসেম্বর শেষ খবর পাওয়া পর্যন্ত মেয়র পদে ৬ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আজকালের মধ্যে মনোনয়নপত্র সংগ্রহ করবেন আ.লীগ সমর্থিত প্রার্থী পরপর তিনবারের মেয়র, বর্তমান মেয়র, দর্শনা পৌর আ.লীগের সভাপতি মতিয়ার রহমান। মনোনয়নপত্র সংগ্রহকারীদের তালিকায় রয়েছেন বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাবেক মেয়র বিএনপির প্রবীণ নেতা মহিদুল ইসলাম, দর্শনা পৌর যুবদলের সভাপতি এনামুল হক শাহ মুকুল, দর্শনা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম, সাবেক ছাত্রদলনেতা হাবিবুর রহমান বুলেট। এছাড়া জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী জামায়াত নেতা আশকার আলী। এছাড়া মেয়র পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন শ্যামপুরের নুরুল ইসলামের ছেলে কামরুজ্জামান। এবারের নির্বাচনে ৯ ওয়ার্ডে ১৬ ভোট কেন্দ্রে ৮২ বুথে গোপন ব্যালোটের মাধ্যমে ভোটগ্রহণ করা হবে। দর্শনা পৌরসভার ৩টি সংরক্ষিত মহিলা আসনে এ পর্যন্ত ৮ প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এদের মধ্যে রয়েছেন বর্তমান কাউন্সিলর আম্বিয়া খাতুন ফুট্টরি, জাহানারা খাতুন, সুরাতন নেছা, সেলিনা পারভীন, শিউলী আক্তার, বিলকিস খাতুন, শাহিনা বেগম ও ফাহিমা খাতুন। ৯ ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৪২ প্রার্থী। ১নং ওয়ার্ডে ৩ হাজার ৫৪ ভোটার প্রার্থী সংখ্যা ৪ জন, ২নং ওয়ার্ডে ভোটার সংখ্যা ৩ হাজার ৩৬৭ প্রার্থী সংখ্যা ৩জন, ৩নং ওয়ার্ডে ভোটার সংখ্যা ৩ হাজার ১১২ প্রার্থীর সংখ্যা ৩ জন, ৪নং ওয়ার্ডে ভোটার সংখ্যা ৩ হাজার ১১০ প্রার্থীর সংখ্যা ৬ জন, ৫নং ওয়ার্ডে ভোটার সংখ্যা ৩ হাজার ৬ প্রার্থীর ৬ জন, ৬নং ওয়ার্ডে ভোটার সংখ্যা ৩ হাজার ২৪ প্রার্থী ৩জন, ৭নং ওয়ার্ডে ভোটার সংখ্যা ২ হাজার ৪৬৪ প্রার্থীর ৫জন, ৮নং ওয়ার্ডে ভোটার সংখ্যা ৩ হাজার ৪৪৩, প্রার্থী ৫জন ও ৯নং ওয়ার্ডে ভোটার সংখ্যা ২ হাজার ৯২৭, প্রার্থী ৭ জন। সাধারণ কাউন্সিলর পদে যারা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তাদের মধ্যে রয়েছেন কাউন্সিলর রবিউল হক সুমন, রেজাউল ইসলাম, মনির সরদার, মঈনউদ্দিন মন্টু, চান্দু মাস্টার, কানচু মাতবর, হাসান খালেকুজ্জামান, নজরুল ইসলাম। অন্যান্যদের মধ্যে নাসির উদ্দিন খেদু, হারুন অর রশিদ, আনোয়ারুল ইসলাম দোলন, সাংবাদিক শরীফ উদ্দিন, কামরুল হুদা, নাসির উদ্দিন, সাবির হোসেন মিকা, সাইদুর রহমান, আ. কুদ্দুস, লুতফর রহমান, আ. রাজ্জাক, আয়নাল হক, শহিদুল ইসলাম, আব্দুল মিয়া, হাবিবুল্লাহ বাহার, বাবলুর রহমান, বিল্লাল হোসেন, মামুন হোসেন, রাজিবুল ইসলাম, এনামুল কবির, সোহেল মিয়া, সোহেল রানা, আজিজুর রহমান, বাবলু আক্তার, রফিকুল ইসলাম, সাইফুল ইসলাম, জহিরুল ইসলাম, আজিজুল হক, লাল্টু খান, জাহাঙ্গীর আলম, মোস্তাফিজুর রহমান, আনোয়ার হোসেন, আব্দুল ও আশুর উদ্দিন। দামুড়হুদা উপজেলা নির্বাচন অফিসার ইছাহাক আলী সুত্রে জানা গেছে, গতকাল সোমবার বিকেল ৫টা পর্যন্ত দর্শনা পৌর নির্বাচনে ৬জন মেয়র প্রার্থী, ৮ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী ও ৪২জন সাধারণ কাউন্সিলর প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এ পর্যন্ত তিনটি পদের বিপরীতে ৫৬ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আগামী ৩১ ডিসেম্বর বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিলের শেষ দিন। ৩ জানুয়ারি বাছাই, ১০ জানুয়ারি প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন। এদিকে দর্শনা পৌর নির্বাচনে আ.লীগ ও জামায়াত ইসলামী মনোনীত প্রার্থীর নাম ঘোষণা করা হলেও বিএনপি রয়েছে দ্বিধাদ্বন্দ্বে। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত দেখার অপেক্ষা কোন কোন পদে আরও কতজন প্রার্থী বাড়ে।

 

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More