দৈনিক মাথাভাঙ্গা কার্যালয় পরিদর্শন করলেন শিরিন নাঈম পুনম

উন্নয়ন তরান্বিত করতে সকলের সহযোগিতা কামনা

স্টাফ রিপোর্টার: ‘রাজনীতি করি গণমানুষের কল্যাণের জন্য। বঙ্গবন্ধুর আদর্শ লালন করে তার স্বপ্নের সোনার বাংলাদেশ গড়াল লক্ষ্যে তারই সুযোগ্য কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বিরামহীনভাবে কাজ করে যাচ্ছি। দেশের উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্মকা- বিশ^জুড়ে নন্দিত, প্রশংসিত হচ্ছে। একের পর এক উন্নয়ন হচ্ছে, দেশ এগিয়ে যাচ্ছে। চুয়াডাঙ্গার কন্যা হিসেবে এলাকার উন্নয়ন তরান্বিত করা আমার দায়িত্বেরই অংশ বলে মনে করি। এই তাগিদ থেকেই চুয়াডাঙ্গায় আসি। উন্নয়নে চুয়াডাঙ্গা যাতে পিছিয়ে না পড়ে সে লক্ষ্যে সকলকে সাথে নিয়ে কাজ করতে চাই।’
চুয়াডাঙ্গার মেয়ে সাবেক সংসদ সদস্য শিরিন নাঈম পুনম গতকাল দৈনিক মাথাভাঙ্গার প্রধান কার্যালয় পরিদর্শন শেষে সম্পাদকসহ সহকর্মীদের সাথে মুক্তমনে আলোচনার সময় উপরোক্ত অভিমত ব্যাক্ত করেন। তিনি বলেন, ‘বহু চড়াই উৎরায় পেরিয়ে কেন্দ্রীয় রাজনীতিতে রয়েছি। আওয়ামী লীগ সরকার সকল সেক্টরেই উন্নয়ন করছে। পদ্মা সেতু নির্মাণ করে শেখ হাসিনা সরকার বিশ^বাসীকে অবাক করে দিয়েছে। হতদরিদ্রদের বাড়ি নির্মাণ করে দিচ্ছে এই সরকার। যেটা এক সময় কেউ কল্পনাই করতে পারেনি। অকল্পনীয় সব উন্নয়ন সম্ভব হয়েছে এবং হচ্ছে শেখ হাসনার বলিষ্ট পদক্ষেপের কারণেই। আমরা চুয়াডাঙ্গার সন্তান হয়ে চুয়াডাঙ্গার উন্নয়ন তরান্বিত করতে চাই। গণমানুষের পাশে থেকে সকলের উন্নয়ন করার ইচ্ছে রয়েছে। বিরোধ নয়, সকলে কাধে কাঁধ মিলিয়ে কাজ করতে পারলে সব কাজই সহজ হয়। আওয়ামী লীগ সরকার যখন উন্নয়নে কোনভাবেই কার্পন্য করছে না, তখন চুয়াডাঙ্গার কল্যাণে কৃষি বিশ^বিদ্যালয় থেকে শুরু করে যেখানে যা যা দরকার তার সবই হতে হবে। আমাদের প্রাপ্য চেয়ে নিতে হবে। আমি বিশ^াস করি, আমরা সম্মিলিতভাবে কাজ করলে চুয়াডাঙ্গার কোনো প্রত্যাশই অপূরণ থাকবে না।
দৈনিক মাথাভাঙ্গা সম্পাদকের সাথে মতবিনিময়কালে তার সাথে উপস্থিত ছিলেন অনেকে। এর মধ্যে ঢাকা মহানগর মহিলা আওয়ামী লীগের সদস্য লাইলা শিরিন, রাফেজা জামান খানব ও কানিজ আক্তার থিমবিন অন্যতম।

 

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More