নিয়ম মেনে ভোটার হওয়া ও যোগ্যজনকে ভোট দেয়ার ওপর গুরুত্বারোপ

চুয়াডাঙ্গা-মেহেরপুর ও ঝিনাইদহসহ সারা দেশে জাতীয় ভোটার দিবস পালন

স্টাফ রিপোর্টার: অগ্নিঝরা মার্চের শুভেচ্ছা জানিয়ে ভোটার হওয়া ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে যোগ্য প্রতিনিধিকে নির্বাচিত করার গুরুত্বারোপ করে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান বলেছেন, এবারের জাতীয় ভোটার দিবসের প্রতিপাদ্য বিষয়ের মধ্যে দেশ তথা জাতির কল্যাণে বিষদ ব্যাখ্যা রয়েছে।

ভোটার হবো নিয়ম মেনে, ভোট দিবো যোগ্যজনে’ প্রতিপাদ্যকে সামনে নিয়ে গতকাল চুয়াডাঙ্গা-মেহেরপুর ও ঝিনাইদসহ সারা দেশে জাতীয় ভোটার দিবস-২০২৩ পালিত হয়। এ দিবস উপলক্ষ্যে গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা বের হয়। এর আগে বেলুন ফেস্টুন উড়িয়ে দিবসের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান। শোভাযাত্রা শেষে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনাসভা ও নতুন ভোটারদের মধ্যে জাতীয় পরিচয়পত্র বিতরণ। এ আয়োজনে প্রধান অতিথির বক্তব্যে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান বলেন, সঠিক তথ্য দিয়ে ভোটার হওয়া এবং জাতীয় পরিচয়পত্র গ্রহণ করলে পরবর্তিতে কোন বিড়ম্বনা বা হয়রানি থাকে না। যেহেতু প্রায় প্রতিটি ক্ষেত্রেই জাতীয় পরিচয়পত্রের প্রয়োজন হয়; সেহেতু পরিচয়পত্র গ্রহণে নিজের নামসহ প্রয়োজনীয় তথ্য সঠিকভাবে দেয়া বাঞ্চনীয়। ভোটার হওয়ার পর যোগ্য প্রতিনিধি নির্বাচনে দায়িত্বশীলতার পরিচয় দেয়াও সকল নাগরিকের কর্তব্যের অংশ। এ লক্ষ্যে সর্বস্তরে সচেতনতা ছড়াতো হবে। জাতীয় ভোটার দিবস শিক্ষার্থীসহ নবীন ভোটারদের সচেতন করার কর্মসূচি আজ সফল হয়েছে।

প্রধান অতিথি জেলা প্রশাসক মার্চ মাসের গুরুত্ব তুলে ধরে ৭ মার্চ সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের কথা উল্লেখ করে এ দিবসের আয়োজনে সকলকে আমন্ত্রণ জানান। একই সাথে ১৭ মার্চ জাতির জনকের জন্মদিন ও জাতীয় শিশু দিবসের কর্মসূচি, ২৫ মার্চ কালরাত্রি, ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসের কর্মসূচি সফল করার লক্ষ্যে সকলকে বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করেন।

চুয়াডাঙ্গা জেলা নির্বাচন অফিসার তারেক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন। তিনি ঐতিহাসিক মার্চ মাসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে সর্বস্তরের সকলকে দেশের প্রতি দায়িত্ববান হওয়ার আহ্বান জানিয়ে বলেন, গণতন্ত্র চর্চায় সকলকে সচেতন হতে হবে। ভোটার হওয়া এবং ভোটাধিকার প্রয়োগ সাংবিধানিক অধিকার। এ অধিকার সম্পর্কে যে জাতি যত সচেতন সে জাতির অগ্রযাত্রা ততোটাই তরান্বিত হয়। জাতীয় ভোটার দিবস পালনের মাধ্যমে এ বিষয়ে সর্বস্তরে সচেতনতার আলো ছড়ানোর এ উদ্যোগ প্র্রশংসার দাবি রাখে।

চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাচন অফিসার উপস্থাপিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আরাফাত রহমান ও সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সিদ্দিকুর রহমান। এছাড়াও বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি দৈনিক মাথাভাঙ্গা সম্পাদক সরদার আল আমিন, সরকারি কলেজের রোভার স্কাউট সদস্য আল মোতাকাব্বির সাকিব ও সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী মোছা. সুমাইয়া খাতুন। আলোচনা সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন ক্বারী কবীর হোসেন ও পবিত্র গিতা থেকে পাঠ করেন বাবু সুনীল মল্লিক।

আলোচনাসভার সভাপতি চুয়াডাঙ্গা জেলার হালনাগদ ভোটার সংখ্যার বর্ণনা দিতে গিয়ে বলেন, চুয়াডাঙ্গা জেলায় সর্বশেষ হালনাগত ভোটার সংখ্য ১০ লাখ ১৮ হাজার ২৬জন। এর মধ্যে সদর উপজেলায় ২ লাখ ৭২ হাজার ৮৬ জন, আলমডাঙ্গা উপজেলায় ৩ লাখ ১৭ হাজার ৬শ ৫৫ জন, দামুড়হুদা উপজেলায় ২ লাখ ৬৯ হাজার ৮শ ৫৯ জন ও জীবননগর উপজেলায় এক লাখ ৫৮ হাজার ৪শ ২৬ জন।

দামুড়হুদা প্রতিনিধি জানিয়েছেন, দামুড়হুদায় জাতীয় ভোটার দিবস উদযাপন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে দামুড়হুদা উপজেলা প্রশাসনের আয়োজনে র‌্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। দামুড়হুদা উপজেলা নির্বাচন অফিসার মো. নুরুল্লাহর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতা।

এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন দামুড়হুদা উপজেলা ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সজল কুমার দাস, দামুড়হুদা ইউপি চেয়ারম্যান হযরত আলী, দামুড়হুদা প্রেসক্লাব সভাপতি এম নুরুন্নবী। দামুড়হুদা উপজেলা সমবায় অফিসার হারুন অর রশিদের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা সমাজসেবা অফিসার তোফাজ্জেল হক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, দামুড়হুদা মডেল থানার পরিদর্শক (আপারেশন) শফিউল আলম, উপজেলা পাট কর্মকর্তা রিয়াজুল ইসলাম, দামুড়হুদা সরকারি পাইলট হাই স্কুলের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, দামুড়হুদা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বখতিয়ার হোসেন বকুল, সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান প্রমুখ।

জীবননগর ব্যুরো জানিয়েছে, জীবননগর উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১০টায় জাতীয় ভোটার দিবস উপলক্ষ্যে প্রথমে উপজেলা পরিষদ চত্বর থেকে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে দিবসটি উপলক্ষ্যে উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মো. রোকুনুজ্জামানের সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান মো. হাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকি ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তিথি মিত্র। উপজেলা নির্বাচন কর্মকর্তা মেজর আহাম্মেদ সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন। এ ছাড়াও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সেলিমা আক্তার, উপজেলা অ্যাকাডেমিক সুপারভাইজার সৈয়দ আব্দুল জব্বার, উপজেলা সমাজসেবা অফিসার জাকির উদ্দিন মোড়ল, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তানভীর হাসান প্রমুখ।

মেহেরপুর অফিস জানিয়েছে, মেহেরপুরে জাতীয় ভোটার দিবস উপলক্ষ্যে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা নির্বাচন কমিশনের আয়োজনে এ আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ ওয়ালীউল্লাহের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান। সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা দোলন চক্রবর্তীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) জামিরুল ইসলাম। বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম, মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি ফারুক হোসেন, আমঝুপি ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন আহমেদ প্রমুখ। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মোহাম্মদ মুজাহিদুল ইসলাম, জেলা শিক্ষা কর্মকর্তা মাহফুজুল হোসেন, ক্রিড়া কর্মকর্তা আরিফ হোসেন প্রমুখ।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More