নৌকার নির্বাচনী ক্যাম্পের নিরাপত্তা চাইলেন স্বতন্ত্র মেয়র প্রার্থী

 

মেহেরপুর অফিস: মেহেরপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থীর ওয়ার্ড ভিত্তিক ৫টি নির্বাচনী অফিসের নিরাপত্তার আবেদন জানিয়েছেন স্বতন্ত্র প্রার্থী মোতাচ্ছিম বিল্লাহ মতু। সোমবার দুপুরের দিকে মেহেরপুর পৌরসভা নির্বাচনের রিাটার্নিং কর্মকর্তা বরাবর এ আবেদন করেন তিনি। পৌরসভা নির্বাচনের স্বতন্ত্র মেয়র প্রার্থী মোতাচ্ছিম বিল্লাহ মতু তার আবেদনে লিখেছেন, নির্বাচনের আচরণবিধি মেনে নির্বাচনী প্রচার প্রচারণা চালাচ্ছেন তিনি। কিন্তু প্রতিদ্বন্দ্বী নৌকার প্রার্থীর ধারাবাহিক হুমকি, মিথ্যাচার, ষড়যন্ত্র, হামলা ও নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন ঘটনা আমার শান্তিপূর্ণ নির্বাচনী কার্যক্রমকে মারাত্বকভাবে ঝুঁকিপূর্ণ করে তুলছে। সেই প্রেক্ষাপটে যে কোনো সময় প্রতিদ্বন্দ্বী প্রার্থী এবং তার কর্মী সমর্থকরা আত্মঘাতি কোনো কিছু ঘটিয়ে শান্তিপূর্ণ অবস্থানকে বিতর্কিত ও প্রশ্নবিদ্ধ করে আমার জনপ্রিয়তায় বাঁধা হয়ে দাঁড়াতে পারে। আমি এই বিষয় নিয়ে মারাত্মক উদ্বিগ্ন। সম্প্রতি শেষ হওয়া কয়েকটি ইউনিয়ন পরিষদ নির্বাচনসহ অতীতে এই পৌরসভা নির্বাচনে প্রতিপক্ষ প্রাথীকে নানাভাবে ঘায়েল করার হীন ষড়যন্ত্র চরিতার্থ করতে নিজেরাই নিজেদের অফিস আগুন দিয়ে বা হামলা করে প্রতিপক্ষের ওপর সেই ঘটনার দায় চাপিয়েছে। প্রতিদ্বন্দ্বী নৌকার প্রার্থীর ওয়ার্ড ভিত্তিক ৫টি নির্বাচনী অফিস চিহিৃত করে তার নিরাপত্তা প্রদান করে নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার অনুরোধ জানান আবেদনে। এই আবেদনের অনুলিপি মেহেরপুর জেলা প্রশাসক, পুলিশ সুপার ও সদর থানা পুলিশকেও দেয়া হয়েছে। এ ব্যাপারে আ.লীগ মেয়র প্রার্থী মাহফুজুর রহমান রিটন বলেছেন, আমার নির্বাচনী অফিসের নিরাপত্তার জন্য আবেদন করার তিনি কে? তিনি তো নির্বাচনী উৎসবে যোগ দিতে পারছেন না। তাই বিভিন্নভাবে উস্কানিমূলক কর্মকান্ড করে নির্বাচন কমিশনকে বিব্রত করছেন। তার কোনো নেতা কর্মীও নেই। নির্বাচনী ক্যাম্পও নেই। তিনি ওয়ার্ডে নির্বাচনী ক্যাম্প করে নির্বাচনী উৎসবে যোগ দিক। তিনি আরও বলেছেন, স্বতন্ত্র প্রার্থী মোতাচ্ছিম বিল্লাহ মতু শান্ত পরিবেশকে অশান্ত করতে বিভিন্নভাবে উস্কানি দিচ্ছেন। গতকাল রোববার তার এক কর্মী দিয়ে নিজের প্রচার মাইক ভেঙে আমার ওপর দোষ চাপানোর অপচেষ্টা চালিয়েছেন। পরে সেটি প্রমাণিত হয়েছে। আমার নির্বাচনী ক্যাম্পের নিরাপত্তা চাওয়া আইনগতভাবে বৈধ কাজ করেছেন কি-না এটাও প্রশাসনের দেখা উচিৎ।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More