ভারতে পাচারকালে ১৫ কেজি রুপাসহ গ্রেফতার ২

গাংনীর করমদী গ্রামে পুলিশের চোরাচালান বিরোধী অভিযান

গাংনী প্রতিনিধি: মেহেরপুরে সোনার বারসহ দুই পাচারকারী গ্রেফতারের একদিন পর এবার ১৫ কেজি রুপাসহ দুই পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকাল ৭টার দিকে করমদী গ্রামের মাঠপাড়ায় এ অভিযান চালায় গাংনী থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হচ্ছে গাংনী উপজেলার চককল্যাণপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে আকাশ আহম্মেদ (২৫) ও একই গ্রামের শওকত আলীর ছেলে ধনী রহমান (৩৩)। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, ভারতীয় সীমান্ত এলাকা থেকে একটি মোটরসাইকেলযোগে রুপা পাচারের খবর পেয়ে করমদী গ্রামে অবস্থান নেয় পুলিশ। সকাল ৭টার দিকে তারা পুলিশের হাতে ধরা পড়ে। মোটরসাইকেলে বাঁধা একটি প্লাস্টিকের ব্যাগের ভেতর পলিথিন মোড়ানো অবস্থায় ১৫ কেজি রুপা উদ্ধার করা হয়। একই সাথে তাদের ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। ভারত থেকে রুপা পাচার করে এদেশে আনা হয়েছে বলে জানিয়ে ওসি বলেন, এই চক্রের সাথে আর কারা জড়িত তাদেরকে চিহ্নিত করে গ্রেফতারের চেষ্টা চলছে।

প্রসঙ্গত, মেহেরপুর সদর থানা পুলিশ মঙ্গলবার ভোরে অভিযান চালিয়ে কাথুলী সীমান্ত এলাকা থেকে ৬টি সোনার বারসহ দুই পাচারকারীকে গ্রেফতার করেছিল। তারা পায়ুপথে সোনার বার বহন করছিল।

গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, গ্রেফতারকৃত দু’জনের নামে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হচ্ছে। অপরদিকে এই চক্রের সাথে আরও কারা জড়িত আছে তা শনাক্তের কাছাকাছি রয়েছে পুলিশ। তাছাড়া গ্রেফতারকৃতরা অন্য কোন অপরাধের সাথে জড়িত কি না তাও খতিয়ে দেখা হচ্ছে।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More