মাদক নিয়ন্ত্রণসহ সড়কে যানজট নিরসনের ওপর গুরুত্বারোপ

চুয়াডাঙ্গা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা : স্বাভাবিক পরিস্থিতি থাকায় সন্তোষ প্রকাশ

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা শহরের প্রধান প্রধান সড়কের ধারে ট্রাক রাখা বন্ধসহ যেখানে সেখানে অটোরিকশা রেখে যানজট সৃষ্টি রোধে প্রশাসন শক্ত পদক্ষেপ নিতে যাচ্ছে। রেজিস্ট্রেশনহীন যানবহন যাতে সড়কে চলাচল করতে না সেদিকেও নজরদারি বাড়ানোর তাগিদ দেয়া হয়েছে। গতকাল রোববার সকাল ১০টায় চুয়াডাঙ্গা আইনশৃঙ্খলা কমিটির সভায় এ তাগিদ দেয়াসহ আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখার লক্ষ্যে সংশ্লিষ্টদের সর্বাত্মক সজাগ থাকার ওপর গুরুত্বারোপ করা হয়। বলা হয়, মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা জরুরি হয়ে পড়েছে।
চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সদর হাসপাতাল সড়কটি একমুখি যান চলাচলের বিষয়টি নিশ্চিত করার লক্ষ্যে সংশ্লিষ্টদের আন্তরিক হওয়াসহ শহরের যেসব স্থানে ময়লা আবর্জনার স্তুপ জমে পরিবেশ বিনষ্ট হচ্ছে সে সব এলাকা থেকে আবজর্না নিয়মিত অপসারণের ওপরও গুরুত্বারোপ করে পৌর মেয়রের দৃষ্টি আকর্ষণ করা হয়। বলা হয়, চুয়াডাঙ্গা বাস টার্মিনালে গণ সৌচাগার ব্যবস্থাপনায় অনিয়মের কারণে যাত্রী সাধারণকে হয়রানির শিকার হতে হচ্ছে। জেলা শহরের প্রধান সড়ক শহীদ আবুল কাশেম সড়কের অধিকাংশ এলাকা জুড়ে সারিবদ্ধভাবে ট্রাক রাখা হয়। বিশেষ করে একাডেমি মোড়ের অদূরবর্তী সড়কে পথচারিদের চরম ঝুকি নিয়ে চলাচল করতে হয়। এলাকার প্রাথমিক বিদ্যালয়ের সামনে অটো থ্রি হুইলার সারিবদ্ধ রাখার কারণে শিশু শিক্ষার্থীদের পড়তে হয় ঝুকির মধ্যে। শহরে অটো রিকশা বেড়ে গেছে। রেজিস্ট্রেশনের আওতায় নিয়ে এবং পৌরশহরে চলাচলকারি অটোগুলোকে নির্দিষ্ট রঙের আওতায় নিয়ে নিতে হবে। পরিবহন চালকদের নিয়ে সচেতনমূলক সভা অব্যাহত রাখতে হবে। এতে দুর্ঘটনার সংখ্যা উল্লেখযোগ্য হ্রারে হ্রাস পাবে। সভায় জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেকটা স্বাভাবিক থাকায় অন্তোষ প্রকাশের পাশাপাশি আসন্ন ইউপি নির্বাচন যাতে অবাধ নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় সেদিকেও বাড়তি নজর রাখতে হবে। সম্প্রতি যে ইউনিয়ন পরিষদগুলোর নির্বাচন সম্পন্ন হয়েছে তা শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করতে পারায় দায়িত্বশীলদের ধন্যবাদও জানানো হয়। সামাজ মাদকমুক্ত করতে পাররে পরিবেশ আরও সুন্দর হবে। মাদকবিরোধী অভিযানে চিহ্নিত কিছু ব্যক্তি দফায় দফায় ধরাপড়ে। জামনে মুক্ত হয়ে আবারও মাদক পাচারে জড়িয়ে পড়ে।
আইন শৃঙ্খলা কমিটির সভায় উত্থাপিত এসব বিষয়ের প্রেক্ষিতে সভাপতি প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার পুনঃপুন তাগিদ দিয়ে বলেন, আমরা যে যেখানে যে দায়িত্বে রয়েছি সকলেই যদি নিজ নিজ ক্ষেত্রে আরও একটু কর্তব্যপরায়ণ হতে পারি তা হলে অবশ্যই পরিবেশ সুন্দর হবে। সকলকে আন্তরিকভাবে চেষ্টা করতে হবে। উচ্চ স্বরে মাইকে কোন সমাবেশেরই অনুমোদন নেই। শব্দ দূষণ রোধেও আন্তরিক হওয়া প্রয়োজন।
সভায় বিজিবি-৬এর উপ-অধিনায়ক মেজর নিস্তার আহমেদ, পুলিশ সুপারের প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আনিসুজ্জামান, চুয়াডাঙ্গা পৌর মেয়র জাহাঙ্গীর আলম মালিক, জেলার ৪ উপজেলা পরিষদের নির্বাহী অফিসার, চুয়াডাঙ্গা প্রেসক্লাব সভাপতিসহ কমিটির অধিকাংশ সদস্য উপস্থিত ছিলেন। গতকাল রোববার ছিলো চুয়াডাঙ্গা জেলা প্রশাসক সৈয়দ নজরুল ইসলাম সরকারের শুভ জন্মদিন। এ বিষয়টি জানাতে পেরে উপস্থিত সদস্যরা জেলা প্রশাসককে জন্মদিনের শুভেচ্ছা জানান।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More