মেঘ-বৃষ্টি কমে যাবে : বাড়তে পারে শীত

চুয়াডাঙ্গা ও মেহেরপুরের বিভিন্ন স্থানে শীতবস্ত্র বিতরণ অব্যাহত

স্টাফ রিপোর্টার: দেশের উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় শৈত্যপ্রবাহ শুরু হতে না হতেই শেষ হয়েছে। এরপর শীতের কুয়াশার সঙ্গে আকাশে কালো মেঘের আনাগোনা বেড়েছে। প্রকৃতি মেঘলাভাব ও কুয়াশায় আচ্ছাদিত। গতকাল মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত রোদের দেখা মেলেনি।

আবহাওয়া অধিদপ্তর বলছে, আজ বুধবার মেঘ-বৃষ্টি কমে যাবে। সেই সঙ্গে তাপমাত্রা কমে শীত বাড়তে পারে। এদিকে দেশের প্রায় ১৬টি জেলায় গতকাল মঙ্গলবার সারাদিন ঝিরিঝিরি বৃষ্টি ঝরেছে। কোথাও কোথাও বৃষ্টির পরিমাণ ছিলো খানিকটা বেশি। আবহাওয়া অধিদপ্তর বলছে, মেঘ-বৃষ্টি কমে যাওয়ার পর বুধ ও বৃহস্পতিবার শীতের দাপট কিছুটা বাড়তে পারে। দেশের কোথাও কোথাও শৈত্যপ্রবাহের তাপমাত্রা নেমে আসতে পারে; অর্থাৎ সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামতে পারে। এরই মধ্যে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিলো ১০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। চুয়াডাঙ্গা সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিলো ২৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিলো ১৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিলো টেকনাফে ২৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। গতকাল মঙ্গলবার সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে টাঙ্গাইলে ৯ মিলিমিটার।

এ ব্যাপারে জানতে চাইলে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহনাজ পারভীন বলেন, বুধবারের মধ্যে দেশের বেশির ভাগ এলাকায় বৃষ্টি থাকবে না। আগামীকাল ও পরশু তাপমাত্রা কমতির দিকে থাকতে পারে। তারপর কয়েক দিন তাপমাত্রা বেড়ে আবার জানুয়ারির প্রথম সপ্তাহে কমতে পারে।

ভ্রাম্যমাণ প্রতিনিধি জানিয়েছেন, আলমডাঙ্গায় ঐশীকা সংস্থার আয়োজনে এমএ রতন জমিদারের সহযোগিতায় ৬শ শীতার্ত লোকের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ভোদুয়া গ্রামের আমেরিকা প্রবাসী এমএ মান্নান রতন জমিদার নিজ অর্থায়নে উপহার স্বরূপ পৌর এলাকায় গরিব দুঃখী, শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন। কম্বল বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নুরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আয়ুব হোসেন। বিশেষ অতিথি ছিলেন সাঈদ হাসান উপজেলা সমাজ সেবা অফিসার (অ.দা.), আলমডাঙ্গা প্রেসক্লাব সভাপতি খন্দকার শাহ আলম মন্টু, সাধারণ সম্পাদক খন্দকার হামিদুল ইসলাম আজম, চরপাড়া হাইস্কুলের প্রধান শিক্ষক মশিউর রহমান, ঐশিকা সংস্থার শাকা হিশাব রক্ষক শাজ্জাত হোসেন, বাদল স্মৃতি একাডেমি স্কুলের প্রধান শিক্ষক নুরুল ইসলাম দিপু, সাঈদ মিয়া, মোবারক হোসেন, মির ফাইম ফয়সাল অনুষ্ঠানটি পরিচালনা করেন শামীম রেজা।

মেহেরপুর অফিস জানিয়েছে, মেহেরপুর জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের উদ্যোগে কাতার রেড ক্রিসেন্টের সহযোগিতায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে মেহেরপুর জেলা পরিষদ প্রাঙ্গণে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও মেহেরপুর জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুস সালাম উপস্থিত থেকে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। এ সময় মেহেরপুর জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খন্দকার একরামুল হক হীরা, সদস্য আব্দুর রব বিশ্বাস, অ্যাডভোকেট শফিকুল আলম, যুব রেড ক্রিসেন্টের প্রধান খন্দকার শামসুজ্জোহা সোহাগ প্রমুখ উপস্থিত ছিলেন। মেহেরপুর জেলা রেড ক্রিসেন্ট ইউনিট মেহেরপুর জেলার ৩শ’ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করবে।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More