শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিয়ে শিক্ষার্থীদের ভবিষ্যত জীবন রক্ষার দাবি

স্টাফ রিপোর্টার: শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহসহ সারাদেশে এ মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে বক্তারা বলেন, করোনা মহামারীর অজুহাতে সরকার দীর্ঘদিন ধরে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে রেখেছে। ফলে কোমলমতি শিক্ষার্থীরা নানা অপরাধমূলক কাজে জড়িয়ে পড়েছে। পাড়ায়-মহল্লায় সৃষ্টি হচ্ছে কিশোর গ্যাং, বাড়ছে মাদকাসক্তের সংখ্যা। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ভূতুড়ে পরিবেশ সৃষ্টি হয়েছে। তাই স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয় ও মাদরাসাসহ সব শিক্ষাপ্রতিষ্ঠান অবিলম্বে খুলে দিতে হবে।’দেশের সবকিছু স্বাভাবিকভাবে চললেও শুধুমাত্র শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রেখে জাতিকে মেধাহীন করার চক্রান্ত চলছে। হাটবাজার, কল-কারখানা, গণপরিবহন ও বিনোদন কেন্দ্রসহ সবকিছু খোলা থাকলেও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ কেন? যদি সরকার দ্রুত সকল স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মাদরারাসাসহ সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান খুলে না দেয় তবে দেশপ্রেমিক, সচেতন জনগণ কঠোর আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করতে বাধ্য হবে। বক্তারা আরও বলেন, এ অবস্থা বেশি দিন চলতে থাকলে সামাজিক অস্থিরতা বাড়বে এবং মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে পড়বে। এজন্য অবিলম্বে সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিয়ে শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবন রক্ষার দাবি জানান তারা। মানববন্ধনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শতাধিক শিক্ষক-শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
চুয়াডাঙ্গায় গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ইসলামী আন্দোলন বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলা শাখা শহরের বড় বাজার শহীদ হাসান চত্বরে মানববন্ধনের আয়োজন করে। সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলনের জেলা কমিটির সভাপতি হাসানুজ্জামান সজিব। বক্তব্য রাখেন সেক্রেটারি তুষার ইমরান সরকার, সাবেক সেক্রেটারি মাও. ইউনুস আলী, ইসলামী শ্রমিকের আন্দোলনের জেলা সেক্রেটারি মাও. সাইফুল ইসলাম, ইসলামী যুব আন্দোলনের সহ-সভাপতি মুফতি আব্দুল্লাহ আল মামুন, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের সভাপতি জামাল উদ্দীন, উলামা মাশায়েখ আইম্মা পরিষদের সভাপতি মাও. আবুল কালাম, জীবননগর থানা শাখার সভাপতি মাও. আবদুল ওয়াদুদ, আলমডাঙ্গা থানা শাখার সভাপতি মাওলানা আকরাম হুসাইন সাইরাফী প্রমুখ। মানববন্ধন শেষে দেশ ও জাতির কল্যাণে মোনাজাত করা হয়। ওই অনুষ্ঠানটি পরিচালনা করেন মাওলানা জহুরুল ইসলাম আজিজী।
মেহেরপুর অফিস জানিয়েছে, সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানে খুলে দেয়ার দাবিতে মানববন্ধন করেছে মেহেরপুর জেলা বাংলাদেশ ইসলামী আন্দোলন। গতকাল বৃহস্পতিবার বিকেলের দিকে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন চলাকালে সেখানে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন মেহেরপুর জেলা শাখার সভাপতি প্রভাষক খাদেমুল ইসলাম, ইসলামী যুব আন্দোলন মেহেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি মাসুম বিল্লাহ প্রমুখ।
ঝিনাইদহ প্রতিনিধি জানিয়েছেন, ঝিনাইদহে ইসলামী আন্দোলন বাংলাদেশের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় ঝিনাইদহ পায়রা চত্বরে সংগঠনের জেলা সভাপতি ডা. এইচএম মোমতজুল করীমের সভাপতিত্বে ও সেক্রেটারি প্রভাষক মাওলানা শিহাব উদ্দীনের সঞ্চালনায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে আরও বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলনের ঝিনাইদহ জেলা শাখার জয়েন্ট সেক্রেটারি মুফতি মুহাম্মাদ আব্দুল জলিল, সাংগঠনিক সম্পাদক মাওলানা হুমায়ুন কবীর, প্রচার ও দাওয়াহ সম্পাদক মুফতি মুহাম্মাদ রাসেল উদ্দীন, ইসলামী যুব আন্দোলনের ঝিনাইদহ জেলা সভাপতি মুফতি আলী হুসাইন, ইশা ছাত্র আন্দোলনের ঝিনাইদহ জেলা সভাপতি মুহাম্মাদ আরিফুর রহমান প্রমুখ।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More