সকলকে নিজ নিজ অবস্থানে থেকে দায়িত্বশীলতার পরিচয় দেয়ার আহ্বান

চুয়াডাঙ্গা জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভাসহ বেশ কয়েকটি সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: সরকারের উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের চলমান ধারাবাহিকতা ব্যহত করার জন্য কোন চক্র কোন প্রকারের অপ্রত্যাশিত কিছু যাতে করতে না পারে সে লক্ষ্যে সর্বাত্মক সজাগ থাকার আহ্বান জানিয়ে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান আসন্ন মাহে রমজান ও পবিত্র ঈদ উল ফিতর উদযাপন শান্তিপূর্ণ করার লক্ষ্যে সকলকে নিজ নিজ অবস্থানে থেকে দায়িত্বশীলতার পরিচয় দেয়ার অনুরোধ জানিয়েছেন। গতকাল রোববার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভায় উপস্থিত থেকে বিশেষ অতিথির বক্তব্যে চুয়াডাঙ্গা পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন অগ্নিঝরা মার্চে শুভেচ্ছা জানিয়ে মহান স্বাধীনতা দিবসসহ সকল জাতীয় দিবসের যথযাথত গুরুত্ব অনুধাবনের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের চেতনতায় সোনার বাংলাদেশ গড়ার লক্ষ্যে সকলকে আন্তরিক হওয়ার আহ্বান জানান। তিনি জেলার সার্বিক আইন শৃঙ্খলার হাল চিত্র তুলে ধরেন এবং কিছু মামলার কারণসহ নেপথ্যও বর্ণনা করেন। পবিত্র মাহে রমজানে রোজা পালনে ইফতারির পর থেকে সেহরি পর্যন্ত পর্যাপ্ত পানি পানের উপর গুরুত্বারোপ করে চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. সাজ্জাত হোসেন বলেছেন, যেহেতু এবার পবিত্র রমজান মাস গরমের মধ্যে, সেহেতু শারীরিক চাহিদা পুরণে সুপায়ী পানি পানের দিকে আমাদের বিশেষ নজর দেয়া দরকার। চুয়াডাঙ্গা পৌর মেয়র জাহাঙ্গীর আলম মালিক খোকন চুয়াডাঙ্গা পৌর নাগরিক সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়ে তা বাস্তবায়ন চলমান রয়েছে বলে উল্লেখ করে বলেছেন, শহরের প্রধান প্রধান সড়কের দু’ধারে যত্রতত্র ট্রাক রেখে তা ধোয়া মোছাসহ দীর্ঘ সময় ধরে রাখার কারণে পথচারিদের চরম দুর্ভোগ পোহাতে হয়। এ দুর্ভোগ লাঘবের লক্ষ্যে আলমডাঙ্গা সড়কে ঘোড়ামারা ব্রিজের অদূরেই স্থাপন হচ্ছে পৌর ট্রাক টার্মিনাল। এ টার্মিনাল নির্মাণ কাজ সম্পন্ন হলে ট্রাক নিয়ে দুর্ভোগ দূর হবে বলে আমরা আশা করছি। চুয়াডাঙ্গা মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ এসএ ইস্রাফিল চুয়াডাঙ্গায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণে আরো দায়িত্বশীলতার পরিচয় দেয়ার আহ্বান জানিয়ে মাদকাসক্তদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা গ্রহণের তাগিদ দেন। অবশ্য এর প্রেক্ষিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক মো. শরিয়ত উল্লাহ বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণে অভিযান অব্যাহত রয়েছে। সম্প্রতি বেশ কিছু মাদক কারবারিকে আটক করার পাশাপাশি কিছু মাদকসেবীকেও ধরে আইনের আওতায় নেয়া হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণে জেলা পুলিশের আন্তরিকতা যেমন বিশেষভাবে উল্লেখ করার মতো, তেমনই জেলা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেটগণও সর্বাত্মক সহযোগিতা করছেন। মাদক ও চোরাচালান মামলার সংখ্যা নিয়ে পর্যালোচনার এক পর্যায়ে তা দ্রুত নিষ্পত্তিতে আন্তরিক হওয়ার আহ্বান জানান সভার সভাপতি। এর প্রেক্ষিতে বিজ্ঞ পিপি অ্যাড. বেলাল হোসেন বলেন, মামলার কিছু স্বাক্ষীদের হাজির করতে না পারার কারণে কিছু মামলা নিষ্পত্তিতে বিলম্ব হচ্ছে। আমরা সর্বাত্মক চেষ্টা করছি। খুব শিগগিরই বেশ কিছু মামলা নিষ্পত্তি হবে। সম্প্রতি মাদক পাচার মামলায় বিজ্ঞ আদালত আসামির যাবজ্জীবন কারাদ-াদেশসহ অর্থ দ-াদেশ দিয়েছে। এপিপি অ্যাড. আকসিজুল ইসলাম রতন তার বক্তব্যে কিছু মসজিদের ইমামের বয়ান পর্যবেক্ষণের গুরুত্বদেন এবং চোরাচালানসহ মাদক মামলার এজাহার ত্রুটিমুক্ত করতে পারলে দোষীদের পার পাওয়ার সুযোগ থাকে না বলে উল্লেখ করেন। জেলা মহিলা বিষয়ক অধিদফতরের উপ-পরিচালক বাল্যবিয়ে রোধে সজাগ রয়েছে বলে জানিয়ে বলেন, বিগত মাসে কয়েকটি ধর্ষণ মামলাসহ শারীরিক নির্যাতনের মামলা হয়েছে। আমরা এসব মামলার তদারকি করছি। চুয়াডাঙ্গা জেলা শিক্ষা অফিসার মো. আতাউর রহমান বলেন, জেলার মাধ্যমিক বিদ্যালয় গুলোতে শিক্ষার মান বৃদ্ধির লক্ষ্যে আমরা সব রকমের চেষ্টা চালাচ্ছি। শিক্ষকদের প্রাইভেট পড়ানোর বিষয়েও নজরদারি করা হচ্ছে। অভিভাকেরা তাদের সন্তানদের বিদ্যালয়ে পাঠালে শিক্ষার্থীরা শিক্ষাগ্রহণ করতে পারে। এদিকে আমাদের আন্তরিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে। চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান জেলা শহরের বড় বড় সড়কের ধারে নির্মাণ সামগ্রী রাখার কারণে পথচারিদের যে দুর্ভোগের শিকার হতে হচ্ছে তার সংক্ষিপ্ত চিত্র তুলে ধরে এ থেকে পরিত্রাণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। চুয়াডাঙ্গা প্রেসক্লাব সভাপতি সরদার আল আমিন জেলা শহরসহ গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা গুলো সচল রাখার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, অবৈধ যানের অবৈধ চালকের হাতে কোন প্রকারের দুর্ঘটনা ঘটলে আইনের আওতায় নিয়ে বিচারের মুখোমুখি করা হলে দুর্ঘটনা হ্রাসে ওইসব চালকেরা আস্তরিক হবে। সভায় বিজিবি প্রতিনিধিসহ জেলার প্র্রায় সকল সরকারি দফতরের প্রধানগণ ও তাদের প্রতিনিধির উপস্থিতিতে আইন শৃঙ্খলা কমিটির সভাসহ পবিত্র রমজানে দ্রব্যমূল্য স্থানীয় পর্যায়ে রাখার লক্ষ্যে সভা অনুষ্ঠিত হয়। এ সভাসহ বেশ কিছু সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম খান।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More