স্মার্ট চুয়াডাঙ্গা গড়তে মসজিদ-মন্দিরের উন্নয়নও অব্যাহত রাখতে হবে

আলমডাঙ্গার ঘোলদাড়ী শাহী মসজিদে অনুদান ও মুসুল্লিদের মধ্যে ছাতা বিতরণকালে দিলীপ কুমার

স্টাফ রিপোর্টার: হাজার বছরের পুরনো ঐতিহ্যবাহী ঘোলদাড়ী শাহী মসজিদে নগদ একলাখ টাকা অনুদান এবং জুম্মার নামাজে আসা মুসুল্লিদের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপহার ছাতা বিতরণ করলেন বাংলাদেশ আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপকমিটির সদস্য বাবু দিলীপ কুমার আগরওয়ালা। এ সময় মসজিদে মান্নতে আসা কয়েকশ নারী-পুরুষের মধ্যেও ছাতা বিতরণ করা হয়। এ সময় বাবু দিলীপ কুমার আগরওয়ালা বলেন, ঘোলদাড়ী শাহী মসজিদটি শুধু আমার জেলা চুয়াডাঙ্গা নয়, এই খুলনা বিভাগের হাজার বছরের পুরনো ঐতিহ্যবাহী মসজিদ। এই মসজিদের সংস্কারের জন্য এক লাখ টাকা আমি দিলাম। প্রয়োজনে আরও দেবো। চুয়াডাঙ্গা-আলমডাঙ্গাবাসীর উন্নয়নে আমি গত ১০ বছর ধরে কাজ করছি। আমি এ জেলার সন্তান। এই মাটির প্রতি আমার দায়বদ্ধতা আছে। তাই চুয়াডাঙ্গা-আলমডাঙ্গাবাসীর উন্নয়ন এবং স্মার্ট জেলা হিসেবে চুয়াডাঙ্গাকে গড়ে তুলতে আমি কাজ করছি এবং করবো। আমার কাছে মসজিদ ও মন্দির হলো পবিত্র জায়গা। তাই এই ধর্মীয় প্রতিষ্ঠানের সংস্কার ও উন্নয়নে আমি সর্বদা কাজ করে যায়। আমি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার গত সাড়ে ১৪ বছরের উন্নয়ন সবার মাঝে তুলে ধরছি এবং এই কাজ ধারাবাহিকভাবে করে যাবো। আর স্মার্ট চুয়াডাঙ্গা গড়তে মসজিদ-মন্দিরের উন্নয়নও অব্যাহত রাখতে হবে। যেটা আমি নিয়মিত করছি এবং ভবিষ্যতেও করে যাবো। এর আগে বাবু দিলীপ কুমার আগরওয়ালা ঐতিহ্যবাহী ঘোলদাড়ী শাহী মসজিদটি ঘুরে দেখেন এবং আগত মুসুল্লি ও মান্নতে আসা কয়েকশ নারী-পুরুষের সাথে মতবিনিময় করেন। এ সময় উক্ত মসজিদ কমিটির সভাপতি শহিদুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান বিশ্বাস, ক্যাশিয়ার মুসফিকুর রহমান চৌধুরী শিপনসহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এরপর তিনি ঘোলদাড়ী শ্রী শ্রী দুর্গামন্দির পরিদর্শনে যান। সেখানেও মন্দিরের অবকাঠামো উন্নয়নে সহযোগিতার আশ্বাস দেন। এরপর সেখানে শতাধিক সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে ছাতা বিতরণ ও মতবিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন শরিফুল ইসলাম চৌধুরী, ঘোলদাড়ী ফাঁড়ির ইনচার্জ তারিক, পবিত্র কুমার আগরওয়ালা, সাবেক জেলা পরিষদ সদস্য ও যুবলীগ নেতা তপন কুমার বিশ্বাস, ঘোলদাড়ী শ্রী শ্রী দুর্গামন্দিরের সভাপতি ও স্থানীয় আওয়ামী লীগ নেতা কমল কুমার বিশ্বাস প্রমুখ। সবশেষে বাবু দিলীপ কুমার আগরওয়ালা ঘোলদাড়ী পুলিশ ফাঁড়ি পরিদর্শন করেন এবং ঘোলদাড়ী বাজারে সাধারণ মানুষের সাথে নৌকার পক্ষে গণসংযোগ করেন। এ সময় কয়েকশ নেতাকর্মী গণসংযোগে অংশ নেয়। অনুষ্ঠানগুলো সার্বিক পরিচালনা করেন আলমগীর কবির শিপলু।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More