কুষ্টিয়ায় আজ থেকে শুরু ৩ দিনব্যাপী লালন স্মরণোৎসব

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ায় আজ সোমবার থেকে তিন দিনব্যাপী শুরু হতে যাচ্ছে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ছেঁউরিয়ায় আত্মধিক সাধক বাউল স¤্রাট ফকির লালন শাহ-এর ১৩২ তম তিরোধান দিবস। আজ সোমবার, কাল মঙ্গলবার ও পরশু বুধবার বাউল সম্রাট ফকির লালন শাহ-এর ১৩২তম তিরোধান দিবস উপলক্ষে অনুষ্ঠিতব্য লালন স্মরণোৎসব-২০২২-এ দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাধু, ফকির, বাউল, ভক্ত, পাগল ও দর্শনার্থীরা এসেছে লালন মাজারে। ছেঁউড়িয়ায় কালিগঙ্গা নদীর তীরে লালন আঁখড়া বাড়িতে এখন চলছে আয়োজনের প্রস্তুতি। উৎসবের ৩ দিন লালনের আঁখড়াবাড়ির ভিতরে ও আশপাশের অঞ্চল জুড়ে ছোট-ছোট দলে ভাগ হয়ে বাউল ভক্তরা গাইবেন লালনের গান। এছাড়াও লালন মঞ্চে থাকবে সারারাত গানের আয়োজন। উল্লেখ্য, ১২৯৭ খ্রী. পহেলা কার্তিক সাধক লালন শাহ-এর ওফাত হয়। এরপর থেকে লালনের অনুসারীরা প্রতিবছর ছেঁউড়িয়ার আঁখড়া বাড়িতে নানা আয়োজনের মধ্য দিয়ে এ দিবস উপলক্ষে লালন স্মরণোৎসব পালন করে থাকে।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More