গণতন্ত্রের আন্দোলনে শহীদ হলে পরিবারকে ভাতা দেবে বিএনপি

জাতীয় প্রেসক্লাবে জিয়া পরিষদের আলোচনাসভায় শামসুজ্জমান দুদু

স্টাফ রিপোর্টার: যারা গণতন্ত্রের আন্দোলনে শহীদ হবেন, বিএনপি সরকারে এলে তাদের পরিবারের ভাতার ব্যবস্থা করে দেবে। আর যারা গুম হয়েছেন, খুন হয়েছেন, নিখোঁজ রয়েছেন সরকারে এলে তাদের পরিবারের দায়িত্ব নেবে বিএনপি। শনিবার জাতীয় প্রেস ক্লাবের মওলানা মোহাম্মদ আকরম খাঁ হলে এক আলোচনা সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান, কৃষক দলের আহ্বায়ক চুয়াডাঙ্গা-১ আসনের সাবেক সংসদ সদস্য শামসুজ্জামান দুদু এসব কথা বলেছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক একেএম ওয়াহিদুজ্জামানের চাকুরিচু্যূত অন্যায় বলে দাবি তুলে তাদের চাকরিতে পুনর্বহাল এবং জাতীয় নির্বাচনে জনগণের ভোট প্রদানে অনীহা’ শীর্ষক আলোচনা সভায় দুদু আরও বলেন, মুক্তিযোদ্ধারা ভাতা পান। যৌক্তিক কারণেই ভাতা পান। তাহলে গণতান্ত্রিক আন্দোলনের সাহসী সৈনিক যারা শহীদ হবে, তাদের পরিবার কেন পাবে না? এটা নিশ্চিত করতে হবে এবং আগামীতে যখন বিএনপি সরকার আসবে, তখন এটা নিশ্চিত করবে। জিয়া পরিষদ আয়োজিত সভায় তিনি বলেন, আজ হোক, কাল হোক বিএনপি সরকারে আসবে। যে সরকার এখন আছে, এই সরকারের পরের সরকার হচ্ছে বিএনপি সরকার। আমি বিএনপি করি বলে বলছি না। আজকের মধ্যে যদি এই সরকারের পতন হয়, তাহলে পরশু দিন বিএনপি সরকার আসবে। যদি এক মাস পরেও হয়, তাহলেও বিএনপি সরকার আসবে। আওয়ামী লীগের এই বাস্তবতা বুঝতে হবে, দুই মাস পরে হলেও এরপরের সরকার বিএনপি সরকার। তিনি আরও বলেন, যারা এই সরকারের আমলে অন্যায়ভাবে চাকরিচ্যুত হয়েছেন, তারা সবাই পুনর্বহাল হবেন। শুধু স্বপদেই না পদোন্নতি দেয়ারও আশ্বাস দেন এই বিএনপি নেতা। এমন হতে পারে মোর্শেদ খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বল্পকালীন উপাচার্য হয়েছেন। ওহেদুজ্জামান কেউ শুধু স্বপদেই না পদমর্যাদা বাড়িয়ে অবসরে যাবেন। শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাতীয় বিশ্ববিদ্যালয় নয়, দেশের যেখানে যারা অন্যায়ভাবে চাকরিচ্যুত হয়েছেন তাদের সবাই পুনর্বহাল হবেন। কারণ তারা গণতন্ত্র রক্ষার জন্য চাকরিচ্যুত হয়েছেন। স্বৈরতন্ত্রের বিরোধিতা করেছেন বলেই তারা চাকরিচ্যুত হয়েছেন।
তিনি বলেন, বর্তমান অবস্থা এমন হয়েছে যে, এই সমাজে গণতন্ত্রের কথা যে চিন্ত করবে সে আঘাত পাবে, তার বিরুদ্ধে মামলা হবে।এক লাখ মামলায় ৩৬ লাখ আসামি হয়েছে। এই আসামিরা গণতান্ত্রিক আন্দোলনের পরবর্তী সরকারে জাতীয় বীর হিসেবে চিহ্নিত হবে। তাদের বিশেষভাবে সার্টিফিকেট দেয়া হবে বলেও জানান বিএনপির এই ভাইস চেয়ারম্যান।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More