গুম হওয়া পরিবারের দ্বায় সরকারকেই নিতে হবে: ফখরুল

স্টাফ রিপোর্টার: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গুম হওয়া পরিবারগুলোর অসহায়ত্বের দায় কে নেবে? তাদের অসহায়ত্বের দায় সরকারকেই নিতে হবে। আন্তর্জাতিক গুমবিরোধী দিবসে গতকাল দুপুরে এক মানববন্ধন কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএনপি মানবাধিকার সেলের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। মানববন্ধনে অংশ নেওয়া গুম হওয়া পরিবারের সদস্যদের আবেগময় আকুতিতে উপস্থিত অনেককেই অশ্রুসিক্ত হতে দেখা গেছে। তারা কেউ বাবার ছবি, কেউ ভাইয়ের ছবি, কেউ সন্তানের ছবি, কেউ বা স্বামীর ছবি হাতে এতে অংশ নেন। দলের মানবাধিকারবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আসাদুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য দেন গুম হওয়া আনোয়ার হোসেনের মেয়ে রাইসা, মো. সোহেলের মেয়ে সাবা, মো. কাউসারের মেয়ে মীম, খালেদ হোসেনের মেয়ে শাম্মী আখতার নিপা, সেলিম রেজার বোন রেহানা আখতার মুন্নী, সাজেদুল ইসলাম সুমনের বোন আফরোজা ইসলাম আঁখি। দলের সহসাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের পরিচালনায় আরও বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। মির্জা ফখরুল বলেন, আমাদের সাবেক এমপি, দলের সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলী, ঢাকার ওয়ার্ড কমিশনার চৌধুরী আলমসহ দলের ৫০০-এর বেশি নেতা-কর্মী গুম হয়ে গেছেন আট-নয় বছর ধরে। এ লোকগুলো গেল কোথায়? সরকারের উদ্দেশে বলেন, দায়িত্ব তো আপনাদের। খুঁজে বের করুন তাদের। তাদের পরিবারের কাছে প্রত্যেককে ফেরত দিন। বিএনপি মহাসচিব বলেন, এমন রাষ্ট্র আমরা বানালাম যেখানে আমার সন্তানরা নিখোঁজ হয়ে যাবে, তাদের হদিস কেউ খুঁজে পাবে না! আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকেরা তাদের তুলে নিয়ে যাবে, আর সরকার তার কোনো জবাব দেবে না। এটা হতে পারে না।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More