চুয়াডাঙ্গা-মেহেরপুরসহ সারাদেশে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অব্যাহত

ধর্ষকদের কঠোর শাস্তি নিশ্চিত করার দাবি

মাথাভাঙ্গা ডেস্ক: নোয়াখালীর বেগমগঞ্জে নারীকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনাসহ সারাদেশের বিভিন্ন স্থানে অব্যাহত ধর্ষণ ও খুনের বিচার দাবিতে বিক্ষোভ, সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল বুধবারও সকাল থেকে চুয়াডাঙ্গা মেহেরপুরসহ সারাদেশে কর্মসূচি পালন করা হয়। এ সময় তারা সড়কে প্ল্যাকার্ড হাতে নিয়ে বিক্ষোভ করেন। ধর্ষকদের ফাঁসির দাবি জানান। বক্তারা বলেন, সারাদেশে ধর্ষণ ও নারী নির্যাতন মারাত্মকভাবে বেড়ে গেছে। এ থেকে শিশু ও বৃদ্ধারাও রক্ষা পাচ্ছেন না। তাই ধর্ষকদের মৃত্যুদ-ের মতো কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। বক্তারা বলেন, এগুলো দেখে নিজেদের সভ্য মানুষ হিসেবে পরিচয় দিতে পারি না। এই সমাজে ধর্ষক ও নারী নির্যাতনকারীরা মাথা উঁচু করে ঘুরে বেড়াচ্ছে। তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।’

এদিকে পর্নোগ্রাফি এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় বুধবার উল্লিখিত তিন আসামির রিমান্ডের আবেদন করে পুলিশ। শুনানি শেষে নোয়াখালী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত ৩ এর বিচারক মাসফিকুল হক তাদের রিমান্ডের আদেশ দেন। এই তিনজনকে মঙ্গলবার রাতে গ্রেফতার করা হয়। দেলোয়ার ও কালামসহ এ পর্যন্ত নয়জনকে গ্রেফতার করা হলো। তাদের সবাইকে মামলার আসামি দেখানো হয়েছে। তাদের আটজনই রিমান্ডে আছেন।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More