দামুড়হুদা বিষ্ণুপুরের শাহীন মাস্টারের ইন্তেকাল : শোক প্রকাশ

দামুড়হুদা ব্যুরো/জুড়ানপুর প্রতিনিধি: দামুড়হুদার লোকনাথপুর সহশিক্ষা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাজি শাহাবুদ্দীন ওরফে শাহীন মাস্টার (৪৭) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে…….রাজেউন)। তিনি বেশ কিছুদিন যাবৎ চুয়াডাঙ্গা জেলা শহরে বসবাস করে আসছিলেন। অন্যান্য দিনের ন্যায় গতকাল বুধবার সকালে প্রাতঃভ্রমণে বের হন তিনি। সকাল সাড়ে ৬টার দিকে প্রাতঃভ্রমণকালে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে পৌঁছুলে আকর্স্মিক অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এসময় স্থানীয় লোকজন তাকে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরহুম শাহীন মাস্টার দামুড়হুদা উপজেলার জুড়ানপুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের কুতুব উদ্দীন মাস্টারের ছেলে। বাদ আসর মরহুমের নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন স¤পন্ন করা হয়। দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাড. রফিকুল আলম রান্টু, নতিপোতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোমিনুল হক, লোকনাথপুর সহশিক্ষা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এসএম জাহিদ হাসান জনি শাহসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও এলাকার গণ্যমান ব্যক্তিবর্গ মরহুমের নাজামে জানাজায় অংশ নেন। তিনি বিগত কয়েক বছর উচ্চ রক্তচাপ ও ডায়বেটিস রোগে ভুগছিলেন। ৫ ভাই বোনের মধ্যে তিনি ছিলেন সকলের বড়। স্ত্রী হাজেরা খাতুন রুনা লোকনাথপুর সহশিক্ষা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত। দু’সন্তানের জনক মরহুম শাহীন মৃত্যুকালে পিতা, স্ত্রী, এক ছেলে এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
এদিকে শাহাবুদ্দীন ওরফে শাহীন মাস্টারের আকর্স্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তুপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন চুয়াডাঙ্গা-১ আসনের এমপি সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন, চুয়াডাঙ্গা-২ আসনের এমপি হাজি আলী আজগার টগর, দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চুয়াডাঙ্গা জেলা পরিষদের সাবেক প্রশাসক মাহফুজুর রহমান মনজু, দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান দর্শনা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলি মুনছুর বাবু, জুড়ানপুর ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন, নতিপোতা ইউপি চেয়ারম্যান আজিজুল হক, লোকনাথপুর সহশিক্ষা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কানিজ ফাতেমা, জুড়ানপুর ইউনিয়ন আওয়ামী লীগর সাধারণ সম্পাদক আবু তালেবসহ প্রমুখ।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More