ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনারের স্বাধীনতা সড়ক পরিদর্শন

মুজিবনগর প্রতিনিধি: ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ ইমরান ভারত সীমান্ত হয়ে স্বাধীনতা সড়ক পরিদর্শন করে মুজিবনগর স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ করে পুনরায় ভারতে ফিরে গেছেন। বৃহস্পতিবার দুপুরে তিনি স্বাধীনতা সড়ক পরিদর্শনের লক্ষ্যে চাপড়া হয়ে স্বাধীনতা সড়ক দিয়ে পদব্রজে ঐতিহাসিক মুজিবনগর আসেন এবং মুজিবনগর স্মৃতিসৈাধে পুষ্পস্তবক অর্পনের পর মুক্তিযুদ্ধ জাদুঘর, মানচিত্র ও ভাস্কর্য পরিদর্শন করেন। এরপর সংক্ষিপ্ত সফর শেষ করে ভারতে ফিরে যান। তার সফরসঙ্গী হিসেবে ছিলেন কৃষ্ণনগর ডিএমএ প্রথম সচিব শামসুল আরিফ। বাংলাদেশের সীমান্তে প্রবেশ করলে তাকে স্বাগত জানান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নাজমুল আলম, মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার সুজন সরকার এবং বাগোয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইয়ুব হোসেন। এ সময় আরোও উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধিগণ, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ, বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবি সফরের বিশেষত্ব কি জানতে চাইলে তিনি বলেন, খুব দ্রুত স্বাধীনতা সড়ক দিয়ে দুদেশের মানুষজন যাতায়াত করতে পারবে বলে আশা করছি।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More